WB Bypoll: রাজ্যে ব্যাপক ভরাডুবি, ৪ কেন্দ্রের তিনটিতেই জামানত জব্দ BJP-র, ভোট বাড়লো CPIM-এর

একুশের নির্বাচনে যেখানে বামেদের ভোট শতাংশ ছিল ৪.৭০, এই চার কেন্দ্রের উপনির্বাচনের ফল অনুযায়ী তা বেড়ে হয়েছে ৮.৪৯ শতাংশ।
WB Bypoll: রাজ্যে ব্যাপক ভরাডুবি, ৪ কেন্দ্রের তিনটিতেই জামানত জব্দ BJP-র, ভোট বাড়লো CPIM-এর
প্রতীকী ছবি

বাংলায় বিজেপির দাপট কি ক্রমশ কমছে! উপনির্বাচনগুলির ফলাফল সেকথাই বলছে। আজ ফল ঘোষণা হওয়া চার বিধানসভা কেন্দ্রের তিনটিতেই জামানত জব্দ হয়েছে বিজেপি প্রার্থীর। একটি কেন্দ্রে কোনোরকমে মান রক্ষা করতে পেরেছে বিজেপি।

আজ ফল ঘোষণা হওয়া চারটি আসনেই বিপুল ব‍্যবধানে জয়লাভ করেছে তৃণমূল। একুশের বিধানসভা নির্বাচনে এঈ চারটির মধ্যে দিনহাটা ও শান্তিপুর বিজেপির হাতে ছিল। সেই দুটিও ছিনিয়ে নিল তৃণমূল। চার উপনির্বাচনের এই জয়কে 'মানুষের জয়' বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি অভিনন্দন জানিয়েছেন চার কেন্দ্রের বিজয়ী প্রার্থীদের।

বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গের দিনহাটা কেন্দ্রে ১৯ রাউন্ড শেষে তৃণমূলের প্রাপ্ত মোট ভোট ১ লক্ষ ৮৮ হাজার ৩১১। গেরুয়া প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন মোটে ২৫ হাজার ৪৮৬ ভোট। ১ লক্ষ ৬৪ হাজার ০৮৯ ভোটে জয় সুনিশ্চিত করেছে তৃণমূল। উল্লেখ্য একুশের বিধানসভায় এই কেন্দ্র থেকে মাত্র ৫৭ ভোটে জয়ী হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এবার তাঁর নিজের বুথেই হেরেছে বিজেপি। সেই বুথে বিজেপির প্রাপ্ত ভোট মোটে ৯৫। বিজেপির চেয়ে ২৭৫ ভোট বেশি পেয়েছে তৃণমূল। এমনকী, বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের বুথেও জয় পেয়েছে তৃণমূল। রাজনৈতিক মহল বলেছে, উত্তরবঙ্গে শক্ত ঘাঁটিতেও টলমল বিজেপির সংগঠন, যা চব্বিশের লোকসভা ভোটের আগে যথেষ্ট চিন্তায় ফেলবে বিজেপিকে।

অন্যদিকে মতুয়াগড় শান্তিপুর, যা বিজেপির গড় হিসেবে পরিচিত সেখানেও ফুটেছে ঘাসফুল। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ১ লক্ষ ১২ হাজার ০৮৭ ভোট পেয়েছেন। উল্টোদিকে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস ৪৭ হাজার ৪১২ ভোট পেয়েছেন। ৬৪ হাজার ৬৭৫ ভোটের ব্যবধানে জয় লাভ করেছে তৃণমূল। বলা বাহুল্য একুশের নির্বাচনে এই কেন্দ্র থেকে জয় লাভ করেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। কিন্তু তিনি সাংসদ পদ ছাড়েননি। তাই এই কেন্দ্রে ফের ভোট হয়।

লক্ষাধিক ভোটে জয় পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলও। তিনি পেয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৩১৮ ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী পলাশ রানা মোট ভোট পেয়েছেন ১৮ হাজার ৪২৩ টি ভোট পেয়েছেন। এই কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছে এক লক্ষ ৪৩ হাজার ০৫১ ভোটে।

খড়দহে ভোটের দিন ময়দানে নেমে নজর কেড়েছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা। কিন্তু ভোটের ফল প্রকাশ হতেই সব জারিজুরি শেষ। একটা সময় তৃতীয় স্থানে চলে গিয়েছিলেন তিনি। শেষমেশ কোনওরকমে দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হন। তাঁর ঝুলিতে আসে ২০ হাজার ২৫৪ ভোট। সেখানে তৃণমূলের পোড়খাওয়া রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়ের ঝুলিতে এসেছে ১ লক্ষ ১৪ হাজার ৮৬ ভোট। জয়ের ব্যবধান ৯৩ হাজার ৮৩২।

সব কেন্দ্রেই বাম প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হলেও একুশের নির্বাচনের তুলনায় ভোট শতাংশ বেড়েছে তাদের। একুশের নির্বাচনে যেখানে তাদের ভোট শতাংশ ছিল ৪.৭০, এই চার কেন্দ্রের উপনির্বাচনের ফল অনুযায়ী তা বেড়ে হয়েছে ৮.৪৯ শতাংশ। কেবলমাত্র খড়দহতেই ১৬,১১০ ভোট বেড়েছে বামেদের। অন‍্যদিকে বিজেপির ভোট যেখানে ছিল ৩৮.১০%, ৬ মাসের মধ্যেই তা কমে হয়েছে ১৪.৫০%।

WB Bypoll: রাজ্যে ব্যাপক ভরাডুবি, ৪ কেন্দ্রের তিনটিতেই জামানত জব্দ BJP-র, ভোট বাড়লো CPIM-এর
বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে - দিলীপ ও সুকান্ত অনুগামীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in