UP Polls 22: 'সারপ্রাইজ এলিমেন্ট' - অখিলেশ যাদবের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করলো BJP

এসপি সিং বাঘেল বলেন, 'নির্বাচনে চমক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারহাল কারও ঘাঁটি বা দূর্গ নয়। আমি আমার সমস্ত শক্তি দিয়ে লড়াই করবো। কনৌজ, ফিরোজাবাদ এবং ইটাওয়াতে পতন দেখেছি আমি।'
অখিলেশ যাদব এবং যোগী আদিত‍্যনাথ
অখিলেশ যাদব এবং যোগী আদিত‍্যনাথফাইল ছবি

অখিলেশ যাদবের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেল, যিনি আবার একসময় অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

পূর্ব উত্তরপ্রদেশের মৈনপুরি জেলার কারহাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ‍্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। আজই নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এদিনই নিজের প্রধান প্রতিদ্বন্দ্বীর নাম জানতে পারলেন তিনি, আগ্রার বিজেপি সাংসদ এস পি সিং বাঘেল।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর অখিলেশ যাদব জানিয়েছেন, "বিজেপি যাঁকেই কারহালের প্রার্থী হিসেবে ঘোষণা করুক না কেন, তিনি হারবেনই।"

১০ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দিতে ইলেকশন অফিসে পৌঁছে যাওয়ার পর ভার্চুয়ালি অখিলেশ যাদবের বিরুদ্ধে প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেলের নাম ঘোষণা করেছে বিজেপি। কারহালে ২০ ফেব্রুয়ারী ভোটগ্রহণ। মনোনয়ন পত্র জমা দিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, যোগী আদিত্যনাথের প্রধান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াই করার জন্য তাঁকে বেছে নিয়েছে দল। এর জন্য দলের কাছে কৃতজ্ঞ তিনি। তিনি বলেন, 'নির্বাচনে চমক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারহাল কারও ঘাঁটি বা দূর্গ নয়। আমি আমার সমস্ত শক্তি দিয়ে লড়াই করবো। কনৌজ, ফিরোজাবাদ এবং ইটাওয়াতে পতন দেখেছি আমি।' উল্লেখ‍্য, এই তিনটি জায়গায় সমাজবাদী পার্টির দূর্গ হিসেবে পরিচিত ছিল।

এর আগে অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এস পি সিং বাঘেল, কিন্তু সেখানে হেরে গিয়েছিলেন তিনি।

অখিলেশ যাদব এবং যোগী আদিত‍্যনাথ
Manipur Polls: প্রার্থী অসন্তোষ, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে BJP কর্মীদের বিক্ষোভ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in