UP Polls 22: BJP প্রার্থী হচ্ছেন প্রাক্তন ED কর্তা, লখনৌর তালিকায় নেই মূলায়ম পরিবারের অপর্ণা যাদব

গত বিধানসভা নির্বাচনে লখনৌ-র ৯টি আসনের মধ্যে ৮টিতেই জয়ী হয়েছিলো BJP। জেলার মালিহাবাদ, বাকসি কা তালাব, সরোজিনী নগর, লখনৌ পশ্চিম, লখনৌ উত্তর, লখনৌ পূর্ব, লখনৌ মধ্য, লখনৌ ক্যান্টনমেন্ট আসনে জয়ী হয় BJP।
বিজেপিতে যোগ দিলেন অপর্ণা যাদব
বিজেপিতে যোগ দিলেন অপর্ণা যাদবফাইল ছবি সৌজন্যে নরেন্দ্র মোদী ফ‍্যান ট‍্যুইটার হ‍্যান্ডেল

গত বিধানসভা নির্বাচনে লখনৌ-র ৯টি আসনের মধ্যে ৮টিতেই জয়ী হয়েছিলো বিজেপি। জেলার মালিহাবাদ, বাকসি কা তালাব, সরোজিনী নগর, লখনৌ পশ্চিম, লখনৌ উত্তর, লখনৌ পূর্ব, লখনৌ মধ্য, লখনৌ ক্যান্টনমেন্ট আসনে জয়ী হয়েছিলো বিজেপি। একমাত্র মোহনলালগঞ্জ কেন্দ্রে জয়ী হয় সমাজবাদী পার্টি। গতবারের মত এবারেও লখনৌ দখলে রাখতে বদ্ধপরিকর বিজেপি। তাই প্রার্থী তালিকায় দেখা গেল একাধিক চমক।

বহু চর্চিত হলেও উল্লেখযোগ্যভাবে লখনৌর-এর ৯ আসনের যে প্রার্থীপদ বিজেপির পক্ষ থেকে ঘোষিত হয়েছে সেখানে নাম নেই সদ্য সমাজবাদী পার্টি থেকে বিজেপিতে যোগ দেওয়া অপর্ণা যাদবের। একইভাবে এই তালিকায় নাম নেই গতবার লখনৌ ক্যান্টনমেন্ট আসন থেকে জয়ী বিজেপি প্রার্থী রীতা বহুগুণা যোশীর ছেলে মায়াঙ্ক যোশীরও।

এবার লখনৌর সরোজিনী নগর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে সদ্য ভিআরএস নেওয়া প্রাক্তন ইডি আধিকারিক রাজেশ্বর সিংকে। অন্যদিকে লখনৌ ক্যান্টনমেন্ট আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের মন্ত্রী ব্রিজেশ পাঠককে। উল্লেখ্য সরোজিনী নগর আসনের দাবিদার ছিলেন রাজ্যের মন্ত্রী স্বাতী সিং এবং তাঁর স্বামী দয়াশঙ্কর সিং। লখনৌ ক্যান্টনমেন্ট আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে চর্চা হয়েছিলো অপর্ণা যাদব এবং মায়াঙ্ক যোশীর নাম। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা অপর্ণা যাদবকে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী রীতা বহুগুণা যোশী।

লখনৌর বাকি আসনগুলোর মধ্যে লখনৌ পূর্বে রাজ্যের মন্ত্রী আশুতোষ ট্যান্ডন, লখনৌ মধ্য কেন্দ্রে রজনীশ গুপ্তার নাম ঘোষণা করা হয়েছে। মালিহাবাদ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছে শ্রীমতী জয়া দেবী, বাকসি কা তালাব কেন্দ্র থেকে যোগেশ শুক্লা, লখনৌ পশ্চিম কেন্দ্র থেকে অঞ্জনি শ্রীবাস্তব, লখনৌ উত্তর কেন্দ্রে ডঃ নীরজ বোরা, মোহনলালগঞ্জ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমরেশ কুমার।

বিজেপিতে যোগ দিলেন অপর্ণা যাদব
UP Polls 22: স্বেচ্ছাবসর নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন ইডি কর্তা!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in