Tripura Polls: ত্রিপুরায় মনোনয়ন জমার শেষ দিনে বাম মিছিলে মানুষের ঢল

ত্রিপুরার মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, রাজ্য কংগ্রেস সভাপতি সহ শীর্ষ বিজেপি, কংগ্রেস, সিপিআই-এম নেতারা সোমবার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
খোয়াইতে বাম প্রার্থীদের মনোনয়ন দাখিল
খোয়াইতে বাম প্রার্থীদের মনোনয়ন দাখিলছবি ভিডিও থেকে স্ক্রীনশট

ত্রিপুরার মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, রাজ্য কংগ্রেস সভাপতি সহ শীর্ষ বিজেপি, কংগ্রেস, সিপিআই-এম নেতারা সোমবার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

মুখ্যমন্ত্রী মানিক সাহা, যিনি গত বছরের মে মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়ার পরে ২০২২ সালের জুনের উপনির্বাচনে রাজ্য বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন, তিনি বরদোয়ালি আসনে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মানিক সাহা কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার বিরুদ্ধে লড়াই করবেন, যিনি ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হিসাবে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। গত বছরের জানুয়ারিতে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন আশীষ কুমার সাহা। ২০২২ সালের জুনের উপনির্বাচনে, মানিক সাহা কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহাকে পরাজিত করে প্রথমবারের মতো বিধানসভায় নির্বাচিত হন।

কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, যিনি ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআই-এম নেতা মানিক সরকারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন তিনি ওই ধানপুর আসন থেকেই এবার তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ত্রিপুরা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, যিনি প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি বনমালিপুর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই কেন্দ্র থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন।

সিপাহিজলা জেলার চারিলাম আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সিনিয়র বিজেপি নেতা ও উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব ভার্মা। বিজেপি থেকে ফের কংগ্রেসে যোগ দেওয়া সুদীপ রায় বর্মন, যিনি আগরতলা আসন থেকে ২০২২ সালের জুনের উপনির্বাচনে টানা ষষ্ঠবারের জন্য বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন, একই আসনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজ্য কংগ্রেস সভাপতি বিরাজিত সিনহা, যিনি কংগ্রেস নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের (১৯৮৮-১৯৯৩) একজন মন্ত্রী ছিলেন, কৈলাসহর নির্বাচনী এলাকায় তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৯৮৮ সাল থেকে পাঁচবার এই কেন্দ্র থেকেই তিনি বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন৷

প্রাক্তন ত্রিপুরা কংগ্রেস সভাপতি গোপাল রায় বনমালীপুর আসনে মনোনয়ন জমা দেন।

বিরোধী কংগ্রেস ৬০-সদস্যের ত্রিপুরা বিধানসভার ১৬ ফেব্রুয়ারির নির্বাচনে সিপিআই-এম-এর নেতৃত্বাধীন বাম দলগুলির সাথে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

কংগ্রেসের পক্ষ থেকে ২৩টি আসন দাবি করা হলেও, পাঁচ দলের বামফ্রন্ট কংগ্রেসকে ১৩টি আসন ছেড়েছে। যা নিয়ে কংগ্রেসের বেশিরভাগ নেতাই ক্ষুব্ধ। যার প্রভাব পড়েছে মনোনয়ন দাখিলের শেষ দিনেও।

এদিন, সিপিআই-এম এবং কংগ্রেস দুই দলই আসন ভাগাভাগি চুক্তি লঙ্ঘন করে বেশ কিছু আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে।

বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগে, বাম দল এবং কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে যাবে।

রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য আদিবাসী ভিত্তিক টিপরা মোথা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাও কিছু আসনে তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

মঙ্গলবার নির্বাচনী আধিকারিকরা মনোনয়নপত্র ও প্রাসঙ্গিক নথিপত্র যাচাই-বাছাই করবেন। প্রার্থিপদ প্রত্যাহারের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। ত্রিপুরায় ভোট গণনা হবে ২ মার্চ।

আরও পড়ুন

খোয়াইতে বাম প্রার্থীদের মনোনয়ন দাখিল
Tripura: একাধিক রাজ্যে ভোটে হেরেও MLA কিনে সরকার গঠন করেছে বিজেপি - সীতারাম ইয়েচুরি
খোয়াইতে বাম প্রার্থীদের মনোনয়ন দাখিল
Tripura Polls: বিজেপির প্রথম প্রার্থী তালিকায় বাদ বিপ্লব দেব সহ ৬ বিধায়ক, বাগবাসায় দলীয় অফিস ভাঙচুর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in