Tripura Polls: ভোটমুখী ত্রিপুরায় ৪১ জন প্রার্থীর নামে ক্রিমিনাল কেস! ৫ বছরে বৃদ্ধি ৯%
গ্রাফিক্স - আকাশ

Tripura Polls: ভোটমুখী ত্রিপুরায় ৪১ জন প্রার্থীর নামে ক্রিমিনাল কেস! ৫ বছরে বৃদ্ধি ৯%

ADR রিপোর্ট অনুসারে, এই নির্বাচনে মাত্র ৩০ (১২%) জন প্রার্থী হলেন মহিলা। বিপরীতে, ২২৯ (৮৮%) জন প্রার্থী হলেন পুরুষ।

আগামী বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে, একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)। তাতে জানা যাচ্ছে, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ২৫৯ প্রার্থীর মধ্যে ৪১ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস। শতাংশের হিসাবে এটি ১৬ শতাংশ।

এর মধ্যে, কংগ্রেস (Congress)-এর ৭ জন, বিজেপি (BJP)-র ৯ জন, সিপিআই(এম)-র ১৩ জন, তৃণমূল কংগ্রেসের (AITC)- ৫ জন, এবং টিপরা মোথা পার্টি (Tipra Motha Party)-র ৪ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস।

যেখানে, ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ২২ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। শতাংশের হিসাবে যা ছিল ৭ শতাংশ। অর্থাৎ, গত ৫ বছরের ব্যবধানে ত্রিপুরায় এই সংখ্যা বেড়েছে ৯ শতাংশ।

ADR রিপোর্ট অনুসারে, এই নির্বাচনে মাত্র ৩০ (১২%) জন প্রার্থী হলেন মহিলা। বিপরীতে, ২২৯ (৮৮%) জন পুরুষ।

অন্যদিকে, বয়সের অনুপাতে ৬৩ (২৪%) জন প্রার্থীর বয়স হল ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। ১৪২ (৫৫%) প্রার্থীর বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৫৪ (২১%) জন প্রার্থীর বয়স ৬১ থেকে ৮০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা অনুসারে মোট ১১৬ (৪৫%) প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর, ১৩৯ (৫৪%) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে, বাকি ২ জন ডিপ্লোমাধারী এবং ২ জনের রয়েছে শুধুমাত্র স্বাক্ষর জ্ঞান।

জানা যাচ্ছে এই নির্বাচনে বিজেপির প্রার্থী সংখ্যা হল ৫৫, সিপিআই(এম)-র ৪৩, টিপরা মোথা পার্টি’র ৪২, তৃণমূল কংগ্রেসর (AITC)-র ২৮, কংগ্রেসের (INC) ১৩, ত্রিপুরা আদিবাসী পিপলস ফ্রন্ট-এর ৬ এবং রিপাবলিকান পার্টি (এ)-র ৩ জন।

এছাড়া, রিপাবলিকান পার্টি (আথাওয়ালে), জাতীয়তাবাদী নাগরিক দল ও ত্রিপুরা পিপলস পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন করে প্রার্থী।

একইসঙ্গে, টিপ্রাল্যান্ড স্টেট পার্টি, ফরওয়ার্ড ব্লক (AIFB), আরএসপি (RSP), সিপিআই(এমএল)(এল) ও সিপিআই (CPI) থেকে ১ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে, এই নির্বাচনে সর্বাধিক ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল প্রার্থী হিসাবে।

আরও পড়ুন

Tripura Polls: ভোটমুখী ত্রিপুরায় ৪১ জন প্রার্থীর নামে ক্রিমিনাল কেস! ৫ বছরে বৃদ্ধি ৯%
বামফ্রন্টের ১০০ জন মন্ত্রী ছিল, কারো সাদা জামাতে একটা কালো দাগ ফেলার হিম্মত হয়নি - সুজন চক্রবর্তী
Tripura Polls: ভোটমুখী ত্রিপুরায় ৪১ জন প্রার্থীর নামে ক্রিমিনাল কেস! ৫ বছরে বৃদ্ধি ৯%
পঞ্চায়েত নির্বাচনের আগে অস্বস্তিতে শাসকদল, কেশপুরে তৃণমূলের কাছ থেকে দলীয় অফিস পুনরুদ্ধার CPIM-র!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

logo
People's Reporter
www.peoplesreporter.in