Tripura: ১ মাসে বাজেয়াপ্ত প্রায় সাড়ে ৯ কোটি নগদ - টাকার উৎস জানতে চেয়ে কমিশনে CPIM

উদ্ধার করা ৯,৩৬,৫০,৪৪৯ টাকার উৎস দাবি করে, সিপিআই-এম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিইও-কে একটি চিঠিতে বলেছেন যে বাজেয়াপ্ত করা নগদ অর্থ কালো টাকা নাকি বেহিসেবি টাকা তা স্পষ্ট হওয়া উচিত।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি - নিজস্ব
Published on

নির্বাচনমুখী ত্রিপুরায় গত এক মাসে আইন প্রয়োগকারী সংস্থাগুলি ৯.৩৬ কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করার পরে, শনিবার প্রধান বিরোধী সিপিআই-এম অর্থের অবৈধ লেনদেনের সাথে জড়িতদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।

উদ্ধার করা ৯,৩৬,৫০,৪৪৯ টাকার উৎস দাবি করে, সিপিআই-এম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিইও-কে একটি চিঠিতে বলেছেন যে বাজেয়াপ্ত করা নগদ অর্থ কালো টাকা নাকি বেহিসেবি টাকা তা স্পষ্ট হওয়া উচিত।

ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) গিত্তে কিরণকুমার দিনকাররাও জানিয়েছেন, ২৪ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ত্রিপুরায় ৯,৩৬,৫০,৪৪৯ টাকা বাজেয়াপ্ত করেছে। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে মোট বাজেয়াপ্ত অর্থের পরিমাণ ছিল ২,৫৭,১৯,০০০ টাকা।

নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে এবং সমস্ত রাজনৈতিক দলের জন্য একটি সমান ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়ে, দিনকররাও বলেছেন, কমিশন নির্বাচনী ব্যয় নিরীক্ষণের (ইইএম) নোডাল এজেন্সিগুলিকে সক্রিয় করার জন্য সমস্ত নির্বাচনী রাজ্যের সিইওদের নির্দেশ দিয়েছে।

নভেম্বরে ইসির নির্দেশ অনুযায়ী ইইএম এজেন্সিগুলোকে সিইওদের ছত্রছায়ায় আনা হয়। ইইএম সংস্থাগুলির মধ্যে রয়েছে আয়কর, ত্রিপুরা আবগারি, কেন্দ্রীয় জিএসটি, রাজ্য জিএসটি, ত্রিপুরা পুলিশ, বিএসএফ, মাদক নিয়ন্ত্রণ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সিইও এক বিবৃতিতে জানিয়েছেন, "অর্থ এবং পেশী শক্তির হুমকি রোধ করার সময়, ইসি এটাও নিশ্চিত করবে যাতে সাধারণ মানুষ কোন অসুবিধার সম্মুখীন না হয়। ভোটারদের ঘুষ এবং অন্যান্য দুর্নীতিমূলক কাজ, নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে নির্বাচন কমিশন সহায়তা করবে।”

উল্লেখ্য, ৬০ সদস্য বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় আগামী বছরের মার্চ মাসের মধ্যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা।

আরও পড়ুন

ছবি প্রতীকী
Tripura: একাধিক রাজ্যে ভোটে হেরেও MLA কিনে সরকার গঠন করেছে বিজেপি - সীতারাম ইয়েচুরি
ছবি প্রতীকী
Tripura: ত্রিপুরায় জনবিচ্ছিন্নতায় ভুগছে BJP, পরিস্থিতি পরিবর্তনে সক্রিয় ভূমিকা নিন - মানিক সরকার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in