Tripura: উপনির্বাচন ঘিরে তৎপরতা, বিজেপি বিরোধী ভোট আটকাতে যৌথ বৈঠকে সিপিআইএম-কংগ্রেস-টিপরা মোথা

সিপিআইএম বিধায়ক শামসুল হকের মৃত্যুতে বক্সারনগর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও ধনপুর কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক ইস্তফা দেওয়ায় ওই কেন্দ্রেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আগরতলায় বিরোধীদের বৈঠক
আগরতলায় বিরোধীদের বৈঠকছবি সৌজন্য আইএএনএস ট্যুইটার
Published on

ত্রিপুরার দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীপদ নিয়ে আলোচনায় বৈঠকে বসলো সিপিআইএম, কংগ্রেস এবং টিপরা মোথা পার্টি। শনিবার বিকেলে আগরতলায় এই যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ৫ সেপ্টেম্বর ত্রিপুরা বিধানসভার দুই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সিপিআইএম বিধায়ক শামসুল হকের মৃত্যুতে বক্সারনগর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও ধনপুর কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক ইস্তফা দেওয়ায় ওই কেন্দ্রেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতিমা ভৌমিক বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য।

গতকালের বৈঠক শেষে টিপরা মোথা পার্টির নেতা অনিমেষ দেববর্মা সাংবাদিকদের জানান, এটা একেবারেই প্রাথমিক স্তরের আলোচনা। দলীয় স্তরে তিন রাজনৈতিক দলের আলোচনার পর আমরা পরবর্তী বৈঠকে বসবো।

তিনি আরও বলেন, গত ১৬ ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র ৪০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু বিরোধীরা ৬০ শতাংশ ভোট পেলেও জয়ী হতে পারেনি। আগামী ৫ তারিখের উপনির্বাচনে আমরা বিজেপির বিরুদ্ধে এই ভোট ভাগাভাগি আটকাতে চাই।

গতকালের বৈঠকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বাম নেতা মাণিক দে, রতন ভৌমিক, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং গোপাল চন্দ্র রায় এবং রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও ৫ তারিখের উপনির্বাচন প্রসঙ্গে এক বৈঠকের ডাক দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মাণিক সাহা, রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্য বিজেপি নেতৃত্ব ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

আগরতলায় বিরোধীদের বৈঠক
Madhya Pradesh: BJPর বিরুদ্ধে ৫০% কমিশনের অভিযোগ - প্রিয়াঙ্কা, কমলনাথ সহ ৩ কংগ্রেস নেতার নামে FIR
আগরতলায় বিরোধীদের বৈঠক
৭ বছর বয়সে বাল্যবিবাহের শিকার! ১১ বছর পর আদালতের রায়ে সেই বিয়ে থেকে মুক্তি পেলেন কাঞ্চন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in