Lok Sabha Polls 24: কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন ‘রাজমাতা’ সহ আরও ৬ বিজেপি প্রার্থী

People's Reporter: তালিকায় আছেন বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা, দক্ষিণ কলকাতার দেবশ্রী চৌধুরী, আরামবাগের অরূপ দিগর, উলুবেড়িয়ার অরুণ উদয় পালচৌধুরী, দমদমের শীলভদ্র দত্তর।
দেবশ্রী চৌধুরী, অমৃতা রায় এবং পিয়া সাহা
দেবশ্রী চৌধুরী, অমৃতা রায় এবং পিয়া সাহা ছবি - সংগৃহীত

তৃতীয় দফা ভোটের আগে এবার কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন রাজ্যের আরও ৬ বিজেপি প্রার্থী। সেই তালিকায় আছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা, দক্ষিণ কলকাতার দেবশ্রী চৌধুরী, আরামবাগের অরূপ দিগর, উলুবেড়িয়ার অরুণ উদয় পালচৌধুরী, দমদমের শীলভদ্র দত্ত। বিজেপি সূত্রে খবর, এই ছয় বিজেপি প্রার্থীকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে।

আগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচন। ওই দিন মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার পরের দফা অর্থাৎ ১৩ মে কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোলে ভোট। তার আগেই বিজেপির আবেদনের ভিত্তিতে কৃষ্ণনগর, বোলপুরের গেরুয়া শিবিরের প্রার্থীদের সুরক্ষা বৃদ্ধি করা হল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। 

এই ছ’জন প্রার্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা এবং দক্ষিণ কলকাতার দেবশ্রী চৌধুরী। এবার থেকে তাঁরা পাচ্ছেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা। তাঁদের জন্য মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ৫ জওয়ান।

এর আগে শুক্রবার রাতেই উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের নিরাপত্তা বাড়িয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

উল্লেখ্য, গত মঙ্গলবার নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্যের আরও ছ’জন বিজেপি প্রার্থী। তার মধ্যে উল্লেখ্যযোগ্য বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এছাড়া কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন রায়গঞ্জের কার্তিক পাল, বহরমপুরের নির্মল সাহা, ঝাড়গ্রামের প্রণত টুডু, মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কাণ্ডারী। তাঁদেরকেও এক্স ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

দেবশ্রী চৌধুরী, অমৃতা রায় এবং পিয়া সাহা
Lok Sabha Polls 24: হারানো জমি ফিরে পাবে CPIM! গতবারের থেকে আসন সংখ্যা অনেক বাড়বে, আশা রিপোর্টে
দেবশ্রী চৌধুরী, অমৃতা রায় এবং পিয়া সাহা
Lok Sabha Polls 24: আদর্শ আচরণবিধি লঙ্ঘন! অমিত শাহ-র বিরুদ্ধে নির্বাচন কমিশনে কংগ্রেস
দেবশ্রী চৌধুরী, অমৃতা রায় এবং পিয়া সাহা
Lok Sabha Polls 24: দীপ্সিতাকে কটাক্ষ কল্যাণের, প্রতিবাদ করায় আক্রান্ত প্রৌঢ় দম্পতি, অভিযুক্ত তৃণমূল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in