

লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল রাষ্ট্রীয় জনতা দল (RJD)। আরজেডির এই ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘পরিবর্তনপত্র’। শনিবার ইস্তেহার পত্র প্রকাশ করলেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। আরজেডির এই ইস্তেহার পত্রে রয়েছে সরকারি চাকরী থেকে গ্যাসের দাম হ্রাস সহ একাধিক আশ্বাস।
তেজস্বীর কথায়, ‘‘২০২৪ সালের জন্য আমরা মোট ২৪টি প্রতিশ্রুতি নিয়ে এসেছি। আমরা ক্ষমতায় এলে এই ২৪টি প্রতিশ্রুতি পূরণ করবই। বিহারের উন্নয়ন সংক্রান্ত অনেক ইস্যুকে মাথায় রেখে এই ইস্তাহার তৈরি করেছি।’’
তেজস্বী বলেন, ‘‘যদি ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসে, আমরা সারা দেশে এক কোটি বেকার যুবককে সরকারি চাকরি দেব। এই মুহূর্তে বেকারত্ব আমাদের দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক। বিজেপি এই ইস্যু নিয়ে কথাই বলে না। ওরা ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে ঠিকই, কিন্তু আমরা যা বলি, তা-ই করে দেখাই। আমরা এক কোটি সরকারি চাকরি দেব।’’
তিনি বলেন, ‘‘আমরা ক্ষমতায় এলে মানুষ বেকারত্ব থেকে মুক্তি পাবে। তা শুরু হবে ১৫ অগস্ট থেকেই। এ ছাড়া, রাখিবন্ধন উপলক্ষে প্রতি বছর আমরা দেশের দরিদ্র বোনদের এক লক্ষ টাকা করে দেব। মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন।’’
এছাড়া, পুরনো পেনশন প্রকল্প (ওপিএস) ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আরজেডির আশ্বাস ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে বিহারকে পরিবর্তন করে দেওয়া হবে।
আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে বিহারের লোকসভা নির্বাচন। সাত দফাতেই ভোট হবে সেরাজ্যে। আগামী ৪ জুন ভোট গণনা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন