Rohan Gupta: আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে কংগ্রেস! হাত ছেড়ে বিজেপিতে যোগ আরও এক মুখপাত্রের

People's Reporter: তাঁর কথায়, কংগ্রেস আগে জাতীয়তাবাদী নীতিতে বিশ্বাসী ছিল। কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না। যার কারণে আমি ছাড়াও অনেকে হতাশ হয়েছেন।
রোহন গুপ্তা
রোহন গুপ্তাছবি - সংগৃহীত
Published on

লোকসভা নির্বাচনের আগে ফের ধাক্কা কংগ্রেসে। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস মুখপাত্র রোহন গুপ্তা। তাঁর মতে, দলের মধ্যে এমন অনেক নেতা আছেন যাঁদের জন্য তৃণমূল স্তরের কর্মীরা কাজে বাধা পাচ্ছেন। এমনকি মতাদর্শের দিক থেকেও কংগ্রেস পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন রোহন গুপ্তা। সেখানেই দল ছাড়ার কথা বলেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে একাধিক নেতার দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে মতপার্থক্য সবই। রোহন বলেন, দল বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। দলের মধ্যে বহু 'বামপন্থী দৃষ্টিভঙ্গি' যুক্ত অহংকারী নেতারা আছেন যাঁরা নীচুতলার কর্মীদের সমস্ত মতামত উপেক্ষা করেন। তবে কারুর নাম উল্লেখ করেননি তিনি।

কারও নাম না নিয়ে তিনি আরও বলেন, একজন দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয়তাবাদ, সনাতন ধর্ম, আম আদমি পার্টির সাথে জোটে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয়েছে। কংগ্রেস আগে জাতীয়তাবাদী নীতিতে বিশ্বাসী ছিল। কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না। যার কারণে আমি ছাড়াও অনেকে হতাশ হয়েছেন। কিন্তু আমরা দলের সৈনিক ছিলাম। আমাদের দায়িত্ব পালন করতে হতোই। কিন্তু আত্মসম্মান বলেও একটি কথা আছে। আমার আত্মসম্মান সবার আগে।

পাশাপাশি তিনি জানান, যখনই কেউ দল ছেড়ে চলে যান তখনই তাঁকে শুনতে হয় যে তিনি লোভী তাই দলত্যাগ করেছেন। নয়তো ভীতু তাই পালিয়ে গেছেন। কিন্তু আমাদের আত্মসম্মানের কথা কেউ ভেবেছেন? নীচু স্তরের কর্মীরা যখন বলেন তখন আমাদের শুনতে হয়। বড় নেতাদের কোনো ব্যাপারই না।

রোহন গুপ্তা
Bengaluru Blast: বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে কাঁথি থেকে গ্রেফতার ২ সন্দেহভাজন, বিজেপিকে তোপ কুণালের
রোহন গুপ্তা
Wayanad: ‘নির্বাচিত হলে সুলতান বাথেরির নাম পরিবর্তন হবে’, মন্তব্য ওয়াইনাডের বিজেপি প্রার্থীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in