Rajasthan Assembly Polls: বিয়ের মরশুম! পিছলো রাজস্থান বিধানসভা নির্বাচনের দিন

People's Reporter: মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা-সহ বাকি চার রাজ্যের সঙ্গে মরুরাজ্যেও নির্ধারিত ৩ ডিসেম্বরেই ফলাফল গণনা হবে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

ভোটের পাশাপাশি আসছে বিয়ের মরশুমও। আর তাই সবদিক খতিয়ে দেখে দিনবদল হল রাজস্থান বিধানসভা নির্বাচনের। ২৩-এর বদলে ২৫ নভেম্বর ভোটাভুটি হবে মরুরাজ্যের। বুধবার এমনই নির্দেশ শোনাল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। তবে নির্বাচনের দিন পাল্টালেও ফলাফল ঘোষণার দিন বদল হয়নি। মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা-সহ বাকি চার রাজ্যের সঙ্গে মরুরাজ্যেও নির্ধারিত ৩ ডিসেম্বরেই ফলাফল গণনা হবে।

বুধবার জাতীয় নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, "যোধপুরের বিজেপি সাংসদ পিপি চৌধুরী-সহ রাজস্থানের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বেশ কয়েকটি গণমাধ্যম নির্বাচনের দিন বদলের আর্জি জানিয়েছিল। কারণ পূর্ব-নির্ধারিত নির্বাচনের দিনে বিশাল-সংখ্যক বিয়ের অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠান রয়েছে। এত বিপুল সংখ্যক বিয়ের অনুষ্ঠানের জন্য অধিকাংশ মানুষের ভোটদানে সমস্যা হতে পারে। ফলে ভোটদাতাদের সক্রিয় মতদানে ব্যাপক হ্রাস দেখা যেতে পারে। সেই কারণেই সমস্ত দিক খতিয়ে দেখে ২৩ নভেম্বরের বদলে ২৫ নভেম্বর রাজস্থানের বিধানসভা নির্বাচনের দিন ঠিক করা হল।”

যোধপুরের বিজেপি বিধায়ক পিপি চৌধুরী ভোটের দিনবদলের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে জানান, ‘২৩ নভেম্বর গোটা রাজ্যে প্রায় ৫০ হাজারেরও বেশি বিয়ের অনুষ্ঠান রয়েছে। এর ফলে ভোটাররা সক্রিয়ভাবে বুথ কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন।’

নতুন নির্ঘণ্ট অনুযায়ী রাজস্থানের ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ৩০ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ নভেম্বর।

প্রসঙ্গত, সোমবারই রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ পাঁচরাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

প্রতীকী ছবি
Rajasthan Assembly Polls: বিধানসভা নির্বাচনে প্রার্থী বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা
প্রতীকী ছবি
কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি প্রকাশ্যে আনা ৩ CAG আধিকারিককে বদলি, মোদী সরকারের কড়া নিন্দায় কংগ্রেস

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in