'ঘাবড়ে গেলেন নাকি? আদানি-আম্বানির কাছে ED-CBI পাঠান' - ভিডিও বার্তায় মোদীকে পাল্টা জবাব রাহুলের

People's Reporter: রাহুল বলেন, "মোদীজি, ঘাবড়ে গেলেন নাকি? আপনি এটাও জানেন যে এনারা টেম্পোতে করে টাকা দেন? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে নাকি?"
নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী
নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীছবি - সংগৃহীত

দেশের সাধারণ নির্বাচন চলাকালীন প্রচারে গিয়ে রাহুল গান্ধীর আদানি-মোদী ইস্যু নিয়ে রাহুল গান্ধীকেই কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাল্টা জবাব দিলেন কংগ্রেস নেতা।

প্রধানমন্ত্রী মোদীর সাথে শিল্পপতি আদানির ঘনিষ্ঠতা নিয়ে লাগাতার আক্রমণ করতে দেখা গেছে রাহুল গান্ধীকে। সে জনসভাই হোক বা সংসদের মধ্যে হোক, বার বার আদানি ও মোদীর 'মিত্রতা' নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। সেই রাহুল গান্ধীকেই আদানি নিয়ে খোঁচা দিলেন নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে মোদীকে পাল্টা উত্তরও দিলেন কংগ্রেসের বিদায়ী সাংসদ।

এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় রাহুল বলেন, 'মোদীজি ঘাবড়ে গেলেন নাকি? সাধারণত আপনি বন্ধ ঘরের মধ্যে আম্বানি ও আদানিদের নিয়ে কথা বলেন। এই প্রথমবার আপনি জনসমক্ষে আম্বানি-আদানি বললেন। আপনি এটাও জানেন যে এনারা টেম্পোতে করে টাকা দেন? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে নাকি?'

রাহুল আরও বলেন, 'একটা কাজ করুন। এনাদের কাছে সিবিআই আর ইডি পাঠান। তদন্ত করান। যত দ্রুত সম্ভব হবে করান। একটুও ঘাবড়াবেন না। নরেন্দ্র মোদী যত টাকা এনাদের দিয়েছেন (শিল্পপতিদের) তত টাকাই আমরা দেশের গরিবদের দেবো'।

প্রসঙ্গত, বুধবার এক নির্বাচনী সভায় গিয়ে নরেন্দ্র মোদী রাহুলকে শাহজাদা বলে কটাক্ষ করেন। তিনি বলেন, "এতদিন ধরে আম্বানি-আদানি নিয়ে অনেক কথা বলেছেন। প্রায় রোজই তাঁর মুখে একটাই কথা শোনা যাচ্ছিল। কিন্তু এখন আর তাঁকে আদানি আদানি বলতে শোনা যায় না। আদানি-আম্বানি নিয়ে একটাও বাজে কথা বলছেন না। আমি প্রশ্ন করছি তাঁকে, আম্বানি-আদানিদের কাছ থেকে কত টাকা নিয়েছেন? পাঁচ বছর ধরে একই কথা বলে বলে এখন রাতারাতি চুপ থাকাটা কেমন যেন সন্দেহের। আপনাদের মধ্যে কী বোঝাপড়া হয়েছে?"

মোদীর এই কটাক্ষের জবাব দিয়েছেন কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরাও। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "বিজেপি সরবশক্তি দিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছে। অথচ মোদীর সাথে কয়েকজন ধনকুবেরের আঁতাতের কথা সবাই জানে।"

নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী
BJP-র বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য! 'অপরিণত' ভাইপো আপাতত উত্তরসূরী নয়, পদ থেকেও সরালেন মায়াবতী
নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী
Lok Sabha Polls: ভোটে জিতে প্রথম কাজ গোরুকে 'রাষ্ট্রমাতা'র মর্যাদা দান! প্রতিশ্রুতি বিজেপি প্রার্থীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in