Bharat Jodo Nyay Yatra: বাংলায় ঢুকল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’

People's Reporter: কোচবিহারের বক্সীরহাটে তাঁকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। আনুষ্ঠানিকভাবে বঙ্গ নেতৃত্বের হাতে পতাকা হস্তান্তর করা হয়।
বাংলায় ঢুকল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’, আনুষ্ঠানিকভাবে বঙ্গ নেতৃত্বের হাতে পতাকা হস্তান্তর করা হয় (ডানদিকে)
বাংলায় ঢুকল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’, আনুষ্ঠানিকভাবে বঙ্গ নেতৃত্বের হাতে পতাকা হস্তান্তর করা হয় (ডানদিকে)ছবি সৌজন্যে কংগ্রেসের এক্স হ্যান্ডেল

বাংলায় পৌঁছল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। কোচবিহারের বক্সীরহাটে তাঁকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। আনুষ্ঠানিকভাবে বঙ্গ নেতৃত্বের হাতে পতাকা হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার ১২তম দিনে পড়ল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। গত ১৪ জানুয়ারি মণিপুর থেকে এই যাত্রা শুরু হয়েছিল। মণিপুর, নাগাল্যান্ড, আসাম হয়ে আজ তা বাংলায় প্রবেশ করল। কোচবিহারের জোরাই মোড়, রেলগুমটি, সদর মহকুমার খাগড়াবাড়ি, মা ভবানী এলাকায় যাত্রা করার কথা রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতির।

তবে দলের একটি সূত্র মারফত জানা গেছে, আজ জরুরি কারণে দিল্লি যেতে হচ্ছে রাহুলকে। তাই কর্মসূচী ছোট করছেন তিনি। পদযাত্রার পরিবর্তে গাড়িতে করেই কোচবিহার শহরের বিভিন্ন এলাকা ঘুরবেন তিনি। বিকেলেই কোচবিহারের যাত্রা শেষ করে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবেন দিল্লির উদ্দেশ্যে রওনা দেবার জন্য।

কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জারি করা ভিডিওতে দেখা গেছে, রাহুল গান্ধী যখন বাংলায় প্রবেশ করছেন তখন তাঁকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। হাত নেড়ে কংগ্রেস নেতাকে অভিবাদন জানাচ্ছেন তাঁরা।

বক্সীরহাটে এক সংক্ষিপ্ত বক্ততায় রাহুল বলেন, ‘‘বিজেপি এবং আরএসএস গোটা দেশে অন্যায় করছে। হিংসা ছড়াচ্ছে। তাই ‘ইন্ডিয়া’ ন্যায়ের জন্য লড়ছে। এ বার আমরা যাত্রায় ‘ন্যায়’ শব্দটি যুক্ত করেছি, কারণ দেশে অন্যায় হচ্ছে।" তাঁকে স্বাগত জানাতে উপস্থিত জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বাংলায় ঢুকল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’, আনুষ্ঠানিকভাবে বঙ্গ নেতৃত্বের হাতে পতাকা হস্তান্তর করা হয় (ডানদিকে)
অলৌকিকের আশায় ক্যান্সার আক্রান্ত ৫ বছরের সন্তানকে বারবার গঙ্গায় ডোবালেন বাবা-মা; ঘটনাস্থলেই মৃত্যু

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in