Rahul Gandhi: লোকসভা ভোটে আমেঠি থেকে প্রার্থী হবেন রাহুল গান্ধী - প্রদেশ সভাপতির ঘোষণা ঘিরে জল্পনা

২০০৪ সাল থেকে আমেঠি কেন্দ্রের কংগ্রেস সাংসদ ছিলেন রাহুল গান্ধী। যদিও ২০১৯ লোকসভা নির্বাচনে তিনি এই কেন্দ্রে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানীর কাছে পরাজিত হন।
রাহুল গান্ধী
রাহুল গান্ধী ফাইল ছবি সংগৃহীত
Published on

২০২৪-এর লোকসভা নির্বাচনে আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই-এর এই দাবি ঘিরে আপাতত সরগরম রাজনৈতিক মহল। রাজ্য কংগ্রেস সভাপতি হিসেবে গতকাল দায়িত্ব গ্রহণের পরেই শুক্রবার তিনি এই দাবি করেন।

২০০৪ সাল থেকে আমেঠি কেন্দ্রের কংগ্রেস সাংসদ ছিলেন রাহুল গান্ধী। যদিও ২০১৯ লোকসভা নির্বাচনে তিনি এই কেন্দ্রে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানীর কাছে পরাজিত হন। ওই নির্বাচনে স্মৃতি ইরানী পেয়েছিলেন ৪,৬৭,৫৯৮ ভোট এবং রাহুল গান্ধী পান ৪,১২,৮৬৭ ভোট।

রাহুল গান্ধীর আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতার কথা জানানোর পর অজয় রাই জানান প্রিয়াঙ্কা গান্ধী বঢরা চাইলে তিনি বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তিনি যদি বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সমস্ত কংগ্রেস ওই কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে জয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগ করবেন।

অজয় রাই ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরাজিত হন।

রাজ্য কংগ্রেস সভাপতি হবার পর স্মৃতি ইরানীকে আক্রমণ করে অজয় রাই বলেন, নির্বাচনী প্রচারে স্মৃতি ইরানী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আমেঠির মানুষকে ১৩ টাকা কেজি দরে চিনি দেবেন। তাঁর সেই প্রতিশ্রুতির কী হল?

রাহুল গান্ধী
Congress: রাহুল অথবা প্রিয়াঙ্কা, কংগ্রেসের তুরুপের তাস কে? সঞ্জয় রাউতের দাবি ঘিরে জল্পনা
রাহুল গান্ধী
Rahul Gandhi: মণিপুরের মতো সংবেদনশীল ইস্যুতে কথা বলতে উঠে হাসছেন, মজা করছেন: নমোর সমালোচনায় রাহুল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in