Lok Sabha Polls 24: ভোটে জিতলে কম দামে ভাল মদ মিলবে! ভোটারদের প্রতিশ্রুতি চন্দ্রবাবু নাইডুর

People's Reporter: চন্দ্রবাবু জানান, "আমি আপনাদের বলছি, টিডিপি সরকার গঠনের ৪০ দিনের মধ্যে, শুধুমাত্র মানসম্পন্ন মদ প্রস্তুতই নয়, আমরা সেগুলোর দাম কমানোর দায়িত্বও নেব।"
চন্দ্রবাবু নাইডু
চন্দ্রবাবু নাইডুফাইল ছবি

লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনও রয়েছে। সেই আবহে এবার অন্ধ্রের জনগণের উদ্দেশ্যে এক অভিনব প্রতিশ্রুতি দিলেন টিডিপির সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। ভোটে জিতলে রাজ্যে উন্নত মানের মাদক দ্রব্যের দাম কমিয়ে দেবেন তিনি।

অন্ধ্রপ্রদেশের কুপ্পামে থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন চন্দ্রবাবু। সম্প্রতি কুপ্পামে নির্বাচনী জনসভায় গিয়ে এমনই প্রতিশ্রুতি দেন তিনি। চন্দ্রবাবু জানান, "আমি আপনাদের বলছি, টিডিপি সরকার গঠনের ৪০ দিনের মধ্যে, শুধুমাত্র মানসম্পন্ন মদ প্রস্তুতই নয়, আমরা সেগুলোর দাম কমানোর দায়িত্বও নেব।"

এরপরেই অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, ২০১৯ সালে নির্বাচনের পূর্বে ওয়াই এস আর কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণের রাজ্যগুলিতে মদ বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও সেটা পূরণ করা হয়নি।

চন্দ্রবাবু নাইডুর কথায়, মদের দাম কমানো ‘আমাদের ছোটো ভাইদের’ দাবি। তিনি বলেন, "মদের হার সহ সমস্ত জিনিসপত্রের দাম অত্যধিক বেড়েছে। আমি যখন মদের কথা উল্লেখ করি তখন আমাদের ছোট ভাইরা উল্লাস করে। তারা মদের দাম কমাতে চায়। জগন মোহন রেড্ডিই ৬০ টাকা থেকে দাম বাড়িয়ে ২০০ টাকা করেছে (একটি নিপ) এবং ১০০ টাকা নিজের পকেটস্থ করেছে।“

উল্লেখ্য, জানা গেছে, অন্ধ্র প্রদেশের YSR কংগ্রেস পার্টি সরকার ২০২২-২৩ সালে আবগারি রাজস্বের মাধ্যমে প্রায় ২৪ হাজার কোটি টাকা সংগ্রহ করে, যা ২০১৯-২০ সালের থেকে ১৭ হাজার কোটি টাকারও বেশি। উল্লেখযোগ্যভাবে, অন্ধ্রপ্রদেশে সরকারি মালিকানাধীন আউটলেটের মাধ্যমে মদ বিক্রি হয়।

চন্দ্রবাবু নাইডু YSR কংগ্রেস পার্টির বিরুদ্ধে বেশ কয়েকবার সরকার বর্ধিত দাম থেকে লাভবান হওয়ার সময় নিম্নমানের মদ সরবরাহ করার অভিযোগ করেছেন। জনসেনা পার্টি (জেএসপি) প্রধান তথা অভিনেতা পবন কল্যাণও জগন মোহন রেড্ডির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তাঁর দাবি, ওয়াইএসআর কংগ্রেস পার্টির সরবরাহ করা মদ খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে।

পিঠাপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা পবন কল্যাণ। সেখানে একটি সমাবেশে অভিনেতা অভিযোগ করেন, জগন মোহন রেড্ডি মদ বিক্রির মাধ্যমে ৪০ হাজার কোটি টাকা লুট করেছেন। মদ কেনার জন্য ডিজিটাল পেমেন্ট কেন গ্রহণ করা হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে আসন্ন লোকসভা ও বিধানসভায় বিজেপি-টিডিপি-জেএসপি জোট করেছে। বিজেপি ছয়টি লোকসভা এবং ১০ টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে টিডিপিকে ১৭ টি লোকসভা এবং ১৪৪ টি বিধানসভা আসন দেওয়া হয়েছে। জনসেনা পার্টিকে দুটি লোকসভা ও ২১ টি বিধানসভা কেন্দ্র দেওয়া হয়েছে।

চন্দ্রবাবু নাইডু
Vijayan: ‘বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে কেরালায় শিকড় গাড়তে দেব না কোনওভাবেই‘, হুঙ্কার বিজয়নের
চন্দ্রবাবু নাইডু
Lok Sabha Polls 24: নির্বাচনের আগে কোটি কোটি টাকা সহ ধৃত বিজেপি নেতা! আটক আরও ২

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in