Priyanka Gandhi: লোকসভা নির্বাচনে দুটি কেন্দ্র থেকে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধী! কোন কোন কেন্দ্র?

People's Reporter: সর্বভারতীয় কংগ্রেস কমিটি সূত্রে খবর, কর্ণাটক এবং তেলেঙ্গানার একটি করে আসনে লড়তে পারেন তিনি।
প্রিয়াঙ্কা গান্ধী
প্রিয়াঙ্কা গান্ধীফাইল চিত্র
Published on

আসন্ন লোকসভা নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। সর্বভারতীয় কংগ্রেস কমিটি সূত্রে খবর, কর্ণাটক এবং তেলেঙ্গানার একটি করে আসনে লড়তে পারেন তিনি।

সর্বভারতীয় কংগ্রেস কমিটি সূত্রে জানা যাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধীর লড়ার বিষয়ে এখনও স্থানীয় স্তরের কংগ্রেস নেতৃত্বকে কিছুই জানানো হয়নি। কর্ণাটকের কোপ্পাল লোকসভা কেন্দ্রে স্থানীয় নেতৃত্বকে না জানিয়েই সমীক্ষা চালিয়েছিল কংগ্রেস। সমীক্ষা চালানোর পর প্রিয়াঙ্কা গান্ধীকে ওই আসন থেকে দাঁড়ানোর পরিকল্পনা করে কংগ্রেস নেতৃত্ব। এছাড়া তেলেঙ্গানার একটি আসনেও প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানোর কথা ভেবেছে হাত শিবির।

এই কোপ্পাল হলো কর্ণাটকের পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে একটি। এই লোকসভা কেন্দ্রে মোট ৮টি বিধানসভা রয়েছে। যার মধ্যে ৬টিতে এগিয়ে আছে কংগ্রেস। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে জানানো হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর জন্য এই আসনটি নিরাপদ। বর্তমানে কোপ্পাল লোকসভা কেন্দ্রের সাংসদ হলেন বিজেপির কারাদি সাঙ্গান্না।

প্রসঙ্গত, ১৯৭৮ সালে কর্ণাটকের চিক্কামাগালুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজনৈতিক পুনরুত্থান হয়েছিল ইন্দিরা গান্ধীর। বর্তমানে এই লোকসভা কেন্দ্রের নাম হয়েছে উদুপি-চিক্কামাগালুর। এই কেন্দ্রের সাংসদ হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে।

১৯৯৯ সালে কর্ণাটকের বাল্লারি আসন থেকে প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের বিরুদ্ধে লড়াই করেছিলেন সোনিয়া গান্ধী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় ছিনিয়ে নিয়েছিলেন সোনিয়া গান্ধী।

কংগ্রেসের তরফে আরও জানানো হয়েছে, কর্ণাটক থেকে যদি প্রিয়াঙ্কা গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে কংগ্রেসের রাজনৈতক ক্ষেত্রে আরও গুরুত্ব বাড়বে। এর আগেও একাধিক কংগ্রেস নেতা দাবি করেছিলেন, গান্ধী পরিবারের যেকোনও সদস্যকে কর্ণাটক থেকে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। তাতে কংগ্রেসেরই লাভ বেশি।

প্রিয়াঙ্কা গান্ধী
কেন্দ্রের নয়া শিক্ষানীতির বিরুদ্ধে যন্তর-মন্তরে বিক্ষোভ ১৬ বিরোধী ছাত্র সংগঠনের
প্রিয়াঙ্কা গান্ধী
Bihar: রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে 'লব-কুশ' যাত্রার গাড়িতে আগুন! চক্রান্তের অভিযোগ BJP সাংসদের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in