Locket Chatterjee: 'পরিযায়ী লকেটকে শ্রীরামপুরে চাপিয়ে দেওয়া চলবে না', ভোটের আগে পোস্টার BJP কর্মীদের

People's Reporter: শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় লকেটের বিরুদ্ধে এমন পোস্টার দেখা গেছে।
লোকসভার আগে পোস্টার দিলেন দলের কর্মীরাই
লোকসভার আগে পোস্টার দিলেন দলের কর্মীরাইছবি গ্রাফিক্স
Published on

আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা না হলেও লোকসভা নির্বাচনের দামামা প্রায় বেজেই গেছে। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে নেমে পড়েছে নির্বাচনী প্রচারে। স্থানীয় স্তরে চর্চা শুরু হয়েছে প্রার্থী নিয়ে। এই আবহে হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে পোস্টার দিল খোদ বিজেপি কর্মীরাই।

লকেটকে যেন এবার প্রার্থী না করা হয়, তার আবেদন জানানো হয়েছে পোস্টারে। পোস্টারে লেখা হয়েছে, "কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্য়ায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।" এই কথার নিচে বন্ধনীতে লেখা হয়েছে, "দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।" শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা গেছে এমন পোস্টার।

লকেট হুগলি লোকসভার সাংসদ। কিন্তু তাঁকে নিয়ে হুগলি বিজেপির একটি অংশ যে বিরক্ত তা একাধিকবার প্রকাশ্যে এসেছে। এবার হুগলি ছাড়িয়ে শ্রীরামপুরেও পৌঁছে গেল সেই বিরক্তি।

উল্লেখ্য, এর আগে একই দাবি উঠেছিল রায়গঞ্জের আরেক বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরূদ্ধে। "পরিযায়ী এমপি প্রার্থী আর নয়। ভূমিপুত্রদের প্রার্থী করতে হবে।" এই দাবি তুলে নাগরিক মঞ্চের ব্য়ানারে রায়গঞ্জের ঘড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত দণ্ডিযাত্রাও হয়েছিল।

লোকসভার আগে পোস্টার দিলেন দলের কর্মীরাই
TMC: 'দিন দিন অবজ্ঞার পাত্র হচ্ছি' - তৃণমূল মুখপাত্রের পদ থেকে ইস্তফা কামাল হোসেনের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in