প্রধানমন্ত্রী ৮০০০ কোটি টাকার বিমানে চড়ছেন আর দেশের কৃষকরা ক্রমশ ঋণগ্রস্ত হচ্ছেন: প্রিয়ঙ্কা গান্ধী

প্রিয়ঙ্কা গান্ধী বলেন, "প্রধানমন্ত্রীর শিল্পপতি বন্ধুদের আয় কত জানেন আপনারা? দিনে ১০,০০০ কোটি টাকা আর আপনার মাত্র ২৭ টাকা। আপনারা জানেন প্রধানমন্ত্রী যে বিমানে চড়েন তার দাম কত? ৮,০০০ কোটি টাকা।"
মাহোবায় প্রিয়ঙ্কা গান্ধী
মাহোবায় প্রিয়ঙ্কা গান্ধীছবি প্রিয়ঙ্কা গান্ধীর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

সমাবেশে ভাষণ দেওয়ার জন্য ৮,০০০ কোটি টাকার বিমানে উড়ছেন, কিন্তু কৃষকদের ঋণ মকুব করতে পারবেন না উনি। উত্তরপ্রদেশের মাহোবায় আয়োজিত 'প্রতিজ্ঞা র‍্যালি' থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে একথা বলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী।

কংগ্রেস নেত্রীর অভিযোগ, কৃষকদের জন‍্য কিছুই করেননি প্রধানমন্ত্রী মোদী। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের সমস্ত ঋণ মকুব করে দেওয়া হবে‌ এবং মহিলাদের বিনামূল্যে গ‍্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

প্রিয়ঙ্কা গান্ধী বলেন, "প্রধানমন্ত্রীর শিল্পপতি বন্ধুদের আয় কত জানেন আপনারা? তাঁরা দিনে ১০,০০০ কোটি টাকা আয় করছেন আর আপনারা আয় করছেন মাত্র ২৭ টাকা। এই সরকার আপনাদের জন্য কিছুই করছে না। আপনারা জানেন প্রধানমন্ত্রী যে বিমানে চড়েন তার দাম কত? ৮,০০০ কোটি টাকা। তিনি এখানে বক্তৃতা দিতে আসেন কিন্তু আপনার আয় বৃদ্ধি পায় না তাতে। উনি ৮,০০০ কোটি টাকা দামের বিমানে চড়েন কিন্তু কৃষকদের ঋণ মকুব করতে পারেন না।"

কংগ্রেস নেত্রীর প্রশ্ন, তাঁদের কাছে যদি বিমান কেনার টাকা থাকে, তাহলে আপনার কাছ টাকা থাকবে না কেন? বলা বাহুল্য সম্প্রতি প্রধানমন্ত্রীর মাহোবা সফরের কথা এখানে উল্লেখ করেছেন কংগ্রেস নেত্রী।

তিনি বলেন, "যদি উত্তরপ্রদেশে কংগ্রেস সরকার গঠিত হয়, তাহলে কৃষকদের সম্পূর্ণ ঋণ মকুব করা হবে। মহিলাদের বছরে বিনামূল্যে তিনটি গ‍্যাস সিলিন্ডার দেওয়া হবে। মান্ডি, শিল্প এবং পর্যটনের নীতি দিয়ে নিজস্ব বাজেট সহ বুন্দেলখন্ড উন্নয়ন বোর্ড গঠন করা হবে।"

তাঁর অভিযোগ, রাজ‍্যে কৃষকদের ওপর ঋণের বোঝা ক্রমশ বেড়েই চলেছে। সার বিতরণ ব‍্যবস্থাও সঠিকভাবে কাজ করছে না।

লকডাউনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "এখন সভা-সমাবেশ ভরানোর জন্য বাসে করে লোক নিয়ে আসে তারা (শাসকদল)। যখন আপনার ভাই-বোনেরা হেঁটে বাড়ি ফিরছিলেন, তখন এই সরকার কোথায় ছিল? বাসগুলো কোথায় ছিল? কংগ্রেস এই মানুষদের জন্য বাসের ব‍্যবস্থা করেছিল।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগও করেছেন তিনি। তিনি বলেছেন, জেওয়ার বিমানবন্দরের ভিত্তিপ্রস্তরের বিজ্ঞাপন হিসেবে চীনের একটি বিমানবন্দরের ছবি ব‍্যবহার করা হয়েছে।

মাহোবায় প্রিয়ঙ্কা গান্ধী
পিছু হটবেন না, এই সরকারকে হারাতেই হবে - মুজফ্ফরনগরের মহাপঞ্চায়েতে প্রিয়ঙ্কা গান্ধী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in