

রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন আইপিএস বিবেক সহায়। রাজীব কুমারকে সরানোর কয়েক ঘন্টার মধ্যেই রদবদল। অন্যদিকে, রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও প্রযুক্তি দফতরে। অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে কাজ করবেন তিনি।
রাজীব কুমারকে সড়ানোর পর বিকাল ৫ টার মধ্যে নয়া নামের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই মতো রাজ্যের তরফ থেকে আইপিএস বিবেক সহায়, আইপিএস সঞ্জয় মুখোপাধ্য়ায় ও আইপিএস রাজেশ কুমারের নাম পাঠানো হয়েছিল। জানা গেছে, তালিকায় প্রথমেই ছিল বিবেক সহায়ের নাম। রাজ্য সরকারের তরফ থেকে কার কার নাম ডিজি পদের জন্য পাঠানো হয়েছল, তা উল্লেখ করা হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে।
১৯৮৮ সালের ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায়। একসময় তিনি মুখ্যমন্ত্রীর ডিরেক্টর অব সিকিউরিটি পদে ছিলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন