Lok Sabha Polls 24: সরলেন রাজীব কুমার - রাজ্য পুলিশের নতুন ডিজি আইপিএস বিবেক সহায়

People's Reporter: অন্যদিকে, রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও প্রযুক্তি দফতরে। অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে কাজ করবেন তিনি।
রাজ্য পুলিশের নতুন ডিজি আইপিএস বিবেক সহায়
রাজ্য পুলিশের নতুন ডিজি আইপিএস বিবেক সহায়ছবি, সংগৃহীত

রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন আইপিএস বিবেক সহায়। রাজীব কুমারকে সরানোর কয়েক ঘন্টার মধ্যেই রদবদল। অন্যদিকে, রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও প্রযুক্তি দফতরে। অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে কাজ করবেন তিনি।

রাজীব কুমারকে সড়ানোর পর বিকাল ৫ টার মধ্যে নয়া নামের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই মতো রাজ্যের তরফ থেকে আইপিএস বিবেক সহায়, আইপিএস সঞ্জয় মুখোপাধ্য়ায় ও আইপিএস রাজেশ কুমারের নাম পাঠানো হয়েছিল। জানা গেছে, তালিকায় প্রথমেই ছিল বিবেক সহায়ের নাম। রাজ্য সরকারের তরফ থেকে কার কার নাম ডিজি পদের জন্য পাঠানো হয়েছল, তা উল্লেখ করা হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে।

১৯৮৮ সালের ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায়। একসময় তিনি মুখ্যমন্ত্রীর ডিরেক্টর অব সিকিউরিটি পদে ছিলেন।

রাজ্য পুলিশের নতুন ডিজি আইপিএস বিবেক সহায়
Lok Sabha Polls 24: নির্বাচন কমিশনের নির্দেশ - অবিলম্বে সরতে হচ্ছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে
রাজ্য পুলিশের নতুন ডিজি আইপিএস বিবেক সহায়
WB: ভোট এলেই অঙ্গে আঘাত, শুভেন্দু মারলে বাঁচবে না কেউ - বিতর্কিত মন্তব্য করে সমালোচিত শিশির অধিকারী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in