WB: ভোট এলেই অঙ্গে আঘাত, শুভেন্দু মারলে বাঁচবে না কেউ - বিতর্কিত মন্তব্য করে সমালোচিত শিশির অধিকারী

People's Reporter: শিশির অধিকারী বলেন, “বিধানসভা ভোটে আগে বললেন নন্দীগ্রামের বিরুলিয়াতে পায়ে মেরে দিল শুভেন্দু। শুভেন্দু মারলে বাঁচবে না কেউ।”
শিশির অধিকারী
শিশির অধিকারীফাইল ছবি সংগৃহীত
Published on

"শুভেন্দু মারলে বাঁচবে না কেউ। সেটা আমরা চোখে দেখেছি নন্দীগ্রামে।" রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারীর মন্তব্যে কড়া সমালোচনা রাজ্যের রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে ব্যঙ্গ করে এবার সমালোচনার মুখে কাঁথির সাংসদ শিশির অধিকারী। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের আগে সত্যিই শুভেন্দু মারলে, মমতা আর বাঁচতেন না। আর শিশির অধিকারীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল।

রবিবার কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর হয়ে রামনগর ২ ব্লকে নির্বাচনী প্রচার সভায় যোগ দেন শিশির অধিকারী। সেই সভায় দাঁড়িয়ে ভোটের আগে মুখ্যমন্ত্রীর আহত হওয়া প্রসঙ্গে কটাক্ষ করে শিশির অধিকারী বলেন, “ভোট এলেই অঙ্গে আঘাত হয়। বিধানসভা ভোটে আগে বললেন নন্দীগ্রামের বিরুলিয়াতে পায়ে মেরে দিল শুভেন্দু। শুভেন্দু মারলে বাঁচবে না কেউ। সেটা আমরা চোখে দেখেছি নন্দীগ্রামে।”

অবশ্য বাবারও আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে কটাক্ষ করেছেন ছেলে শুভেন্দু অধিকারীও। তা নিয়ে সমালোচনাও হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার পথে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর চোট প্রসঙ্গে শিশির অধিকারীর এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল। এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশনারকে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। দলীয় এক্স হ্যান্ডেলে শিশির অধিকারীর ওই মন্তব্যের একটি ভিডিও পোষ্ট করে তৃণমূল লেখে, “যেমন বাবা, তেমন ছেলে।“

এরপরেই লেখা হয়, “অধঃপতনে নেমে গেছেন সাংসদ শিশির অধিকারী। তিনি গর্বের সাথে জানাচ্ছেন, শুভেন্দু ও তাঁর সঙ্গীরা যদি সত্যিই বিরুলিয়ায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করত, তাহলে তিনি বাঁচতে পারতেন না।“ এরপরেই নির্বাচন কমিশনারের কাছে এই ধরনের আচরণের নিন্দা করার জন্য দ্রুত এবং নির্ণায়ক পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার একডালিয়া থেকে অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পরেই ঘরে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি তাঁকে এসএসকেএমে নিয়ে আসা হয়। কপালে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমানে মাথায় ব্যান্ডেজ থাকলেও সুস্থ আছেন মুখ্যমন্ত্রী।

শিশির অধিকারী
গার্ডেনরিচে ঝুপড়ির উপর ভেঙে পড়ল বহুতল, মৃত ২, গুরুতর আহত ১৫, ধ্বংসস্তূপের নীচে আটকে অনেকে
শিশির অধিকারী
Lok Sabha Polls 24: নির্বাচন কমিশনের নির্দেশ - অবিলম্বে সরতে হচ্ছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in