Lok Sabha Polls 24: মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড কমিশনের, কর্তব্যে গাফিলতির অভিযোগ

People's Reporter: নির্দেশ দেওয়া হয়েছে, শনিবারের মধ্যে কমিশনকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে, সম্পূর্ণ নির্দেশ কার্যকর হয়েছে। অবিলম্বে ওই দুই ওসির বিরুদ্ধে চার্জশিট ফাইলের নির্দেশ কমিশনের।
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনফাইল ছবি সংগৃহীত

ভোটের মুখে মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙার দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শনিবারের মধ্যে কমিশনকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দুই ওসিকে সাসপেন্ড করার কারণ হিসাবে জানানো হয়েছে, তাঁদের দেওয়া বিশেষ দায়িত্ব পালনে ব্যর্থ তারা। তাই ভোটের কোনও কাজে অংশ নিতে পারবেন না তারা।

কমিশনের পক্ষ থেকে ওই সাসপেন্ডের চিঠি রাজ্যের মুখ্য সচিবের আধিকারিককে পাঠানো হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, শনিবার বেলা ১১ টার মধ্যে কমিশনকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে, সম্পূর্ণ নির্দেশ কার্যকর হয়েছে। অবিলম্বে ওই দুই ওসির বিরুদ্ধে চার্জশিট ফাইলের নির্দেশ কমিশনের। পাশাপাশি, ওই দুই জায়গার জন্য নতুন অফিসারের নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, সাসপেন্ড করা ওই দুই অফিসারের নাম যথাক্রমে রাজু মুখোপাধ্যায় এবং মহম্মদ জামালউদ্দিন মণ্ডল। ভোটের আগে গত সপ্তাহে যে অশান্তি সৃষ্টি হয়েছিল, তাতে ওই দুই অফিসারের গাফিলতিই দায়ী বলে জানাচ্ছে কমিশন। তাই শাস্তিমূলক ওই দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দুই আফিসার ভোটের কোনো কাজ করতে পারবে না। আপাতত তাঁদের জেলার পুলিশ হেড কোয়ার্টারে থাকবেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল মুর্শিদাবাদের ডিআইজি পদ থেকে শ্রী মুকেশকে সরিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, নির্বাচন সংক্রান্ত কোনো কাজ তিনি করতে পারবেন না। জানা গেছে, বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মুকেশের বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ কমিশনে জানানোর পর, মুকেশকে বদলি করা হয়েছিল। এরপর সেই জায়গায় নতুন ডিআইজি করে আনা হয় সৈয়দ ওয়াকার রাজাকে।

নির্বাচন কমিশন
Lok Sabha Polls 24: ভোট শুরুর তিনঘন্টাতেই ১৫১ টি অভিযোগ জমা কমিশনে, ধুন্ধমার কোচবিহারে
নির্বাচন কমিশন
প্রার্থীর সামনেই হাতাহাতি, চেয়ার-টেবিল ছোড়াছুড়ি, আসানসোলে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in