Mizoram Polls: রাত পোহালেই ভোট মিজোরামে, MNF, ZPM, Congress-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

People's Reporter: মিজোরাম বিধানসভা নির্বাচনে ৪০টি আসনে প্রার্থী আছেন ১৭৪ জন। যার মধ্যে মহিলা প্রার্থী আছেন ১৮ জন। এমএনএফ, জেডপিএম এবং কংগ্রেস ৪০ আসনে প্রার্থী দিলেও বিজেপি প্রার্থী দিয়েছে ২৩ আসনে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - আকাশ

রাত পোহালেই ৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচনেও লড়াই হচ্ছে ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং বিরোধী জোরাম পিপলস পার্টির মধ্যে। রাজ্যের দুই যুযুধান পক্ষের সঙ্গে লড়াইয়ের ময়দানে আছে কংগ্রেসও। এছাড়াও বিজেপিও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বেশ কিছু আসনে।  

এবারের মিজোরাম বিধানসভা নির্বাচনে ৪০টি আসনে প্রার্থী আছেন ১৭৪ জন। যার মধ্যে মহিলা প্রার্থী আছেন ১৮ জন। এমএনএফ, জেডপিএম এবং কংগ্রেস ৪০ আসনে প্রার্থী দিলেও বিজেপি প্রার্থী দিয়েছে ২৩ আসনে।

সমস্ত আসনে প্রার্থী না দেওয়া প্রসঙ্গে বিজেপির দাবি, এবারের নির্বাচনে কোনও রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ফলে নির্বাচনী ফলাফল প্রকাশের পর সরকার গঠনের জন্য বিজেপির সমর্থন প্রয়োজন হবে।

যদিও নির্বাচনী বিশ্লেষকদের মতে মিজোরামে বিজেপির আসন পাওয়া কঠিন। কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, যেহেতু মিজোরামের ৮৭ শতাংশ মানুষই খ্রিষ্টান ধর্মাবলম্বী তাই বিজেপির পক্ষে এই রাজ্যে কোনও আসন পাওয়া সম্ভব নয়।

নির্বাচনী বিশ্লেষকরা আরও জানিয়েছেন, এবারের মিজোরাম বিধানসভা নির্বাচনে এমএনএফ এবং জেডপিএম-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। অন্যদিকে কংগ্রেসের দাবি, এবারের নির্বাচনে ফের সরকার গঠন করবে কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে উত্তর পূর্বের এই রাজ্য দিয়েই শুরু হবে কংগ্রেসের জয়ের অভিযান।

নির্বাচনী প্রচারে বিজেপির বিরুদ্ধে কড়া সুরে প্রচার চালিয়েছে কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য অনুসারে, রাজ্যের খ্রিষ্টান মিজোদের জন্য বিজেপি বিপদজ্জনক। রাজ্যের অন্য দুই রাজনৈতিক দল এমএনএফ এবং জেডপিএম আসলে বিজেপির সহযোগী হিসেবেই কাজ করে।

২০১৮ মিজোরাম বিধানসভা নির্বাচনে ২৬ আসনে জয়লাভ করে ১০ বছর পর ক্ষমতায় ফেরে। মাত্র ৫ আসন পেয়ে তৃতীয় স্থানে চলে যায় কংগ্রেস। অন্যদিকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমানের জোরাম পিপলস পার্টি জয়ী হয় ৭ আসনে। সেবার বিজেপি জয়ী হয় ১টি আসনে।

মুখ্য নির্বাচন কমিশনারের অফিসের সূত্র অনুসারে, মিজোরামের মোট ভোটার ৮,৫২,০৮৮। যার মধ্যে পুরুষ মহিলার সংখ্যা ৪,১৩,০৬৪ এবং মহিলা ভোটারের সংখ্যা ৪,৩৯,০২৮। রাজ্যে ১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ৫০,৬১১ এবং আশি বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা ৮,৪৯০ জন।

৪০ আসনের জন্য মিজোরামে মোট বুথের সংখ্যা ১,২৭৬টি। যার মধ্যে ৩০টি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। থোরাং বিধানসভা কেন্দ্রের থেলেপ ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা সবথেকে কম, মাত্র ২৬ জন। অন্যদিকে আইজল পূর্ব ১ বিধানসভার জেমাবক ৮ ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা সর্বাধিক, ১৪৮১ জন।

ছবি প্রতীকী
CPIM: রাজস্থানের পর তেলাঙ্গানাতেও 'একলা চলো' নীতি, ১৪ আসনে প্রার্থী ঘোষণা সিপিআইএম-এর
ছবি প্রতীকী
মানুষের দ্বারা নর্দমা সাফাই বন্ধ হোক! শীর্ষ আদালতের রায় কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিল্লি হাইকোর্টের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in