Milind Deora: কংগ্রেস ছাড়লেন মিলিন্দ দেওরা, 'সময় ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী' - দাবি রমেশের

People's Reporter: জয়রাম রমেশ এই প্রসঙ্গে বলেন, মিলিন্দ দেওরা উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠী প্রসঙ্গে এবং দক্ষিণ মুম্বাই লোকসভা আসন সম্পর্কে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন
রাহুল গান্ধীর সঙ্গে মিলিন্দ দেওরা
রাহুল গান্ধীর সঙ্গে মিলিন্দ দেওরাফাইল ছবি - মিলিন্দ দেওরার এক্স হ্যান্ডেলের সৌজন্যে

মিলিন্দ দেওরার কংগ্রেস ছাড়ার সময় ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। এদিন সকালেই দল ছাড়ার কথা ঘোষণা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। অন্যদিকে আজই মণিপুর থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হচ্ছে।

মিলিন্দ দেওরার দলত্যাগের পর কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, গত শুক্রবার মিলিন্দ দেওরা আমাকে ফোন করেছিলেন এবং তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চান।

রমেশ আরও বলেন, দেওরা উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠী প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলেন এবং তিনি দক্ষিণ মুম্বাই আসন সম্পর্কেও কিছু জানাতে চান। প্রসঙ্গত, বিরোধী রাজনৈতিক দলের ইন্ডিয়া মঞ্চের শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর পক্ষ থেকে সম্প্রতি দক্ষিণ মুম্বাই লোকসভা আসন দাবি করার পরেই মুরলী দেওরা তিনি প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন।

এর আগেই শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর পক্ষ দক্ষিণ মুম্বাই লোকসভা আসনটির দাবি জানানো হয়েছে। যে আসন থেকে মিলিন্দ দেওরা এবং তাঁর প্রয়াত পিতা মুরলী দেওরা প্রতিনিধিত্ব করে এসেছেন।

জয়রাম রমেশ সাংবাদিকদের বলেন, “তিনি আমাকে শুক্রবার সকাল ৮.৫২ মিনিটে মেসেজ করেছিলেন এবং আমি দুপুর ২.৪৭ মিনিটে সেই মেসেজের উত্তর দিই। যে মেসেজে আমি জানাই, আপনি কি দল পরিবর্তনের কথা ভাবছেন? তাতে উনি আমার সঙ্গে কথা বলতে চান এবং দুপুর ৩.৪০ মিনিটে আমি তাঁর সঙ্গে কথা বলি।”

জয়রাম রমেশের বক্তব্য অনুসারে, মুরলী দেওরা তাঁকে দক্ষিণ মুম্বাই লোকসভা আসন সম্পর্কে জানান। বর্তমানে এই আসন শিবসেনার দখলে। তিনি এই আসনের বিষয়ে রাহুল গান্ধীর সঙ্গে বিস্তারিত কথা বলতে চেয়েছিলেন এবং আমার সঙ্গেও সেই বিষয়েই কথা বলেন।

কংগ্রেস সাধারণ সম্পাদক রমেশ আরও জানিয়েছেন, এসবই অনর্থক কথাবার্তা ছিল। কারণ তিনি আগেই দলত্যাগের বিষয়ে মনস্থির করেছিলেন। তিনি কখন দল ছাড়বেন সেই সময় ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজের পদত্যাগ প্রসঙ্গে মিলিন্দ দেওরা এদিন এক এক্স বার্তায় জানান, আজ আমার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হল। আমি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি এবং কংগ্রেসের সঙ্গে আমার পরিবারের ৫৫ বছরের সম্পর্ক শেষ করছি। আমার রাজনৈতিক জীবনে সবসময় আমাকে সমর্থন জানানোর জন্য আমি কংগ্রেসের সমস্ত নেতৃত্বের কাছে কৃতজ্ঞ।

- with inputs from Agency

রাহুল গান্ধীর সঙ্গে মিলিন্দ দেওরা
I-N-D-I-A: নীতিশ রাজি হলেন না, 'ইন্ডিয়া' মঞ্চের চেয়ারপার্সন করা হল খাড়গেকে
রাহুল গান্ধীর সঙ্গে মিলিন্দ দেওরা
Loksabha Polls 2024: আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সঙ্গে রাজ্যে আর কোনও আলোচনায় আগ্রহী নয় তৃণমূল!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in