‘বিশ্বাসঘাতক’ নীতিশের চলে যাওয়ায় ‘ইন্ডিয়া’র অনেকেই ‘স্বস্তির নিঃশ্বাস’ ফেলেছেন - জয়রাম রমেশ

People's Reporter: জয়রাম রমেশ জানিয়েছেন, “নীতিশ কুমারের প্রস্থানের ইন্ডিয়া জোটের একেবারেই কোনও বিরূপ প্রভাব পড়বে না৷ অনেক নেতা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন এই লোকটি চলে গেছে তাই৷”
দাবি জয়রাম রমেশের
দাবি জয়রাম রমেশেরছবি সংগৃহীত

বিহারের নীতিশ কুমারের ‘ডিগবাজি’র পর যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এমন মন্তব্য করতে শোনা গেল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশকে। তাঁর কথায়, নীতিশ কুমারের এনডিএতে প্রত্যাবর্তন, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতাদের জন্য ‘স্বস্তির নিঃশ্বাস’।

সোমবার রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ বিহারে প্রবেশ করার পরই কিষাণগঞ্জে সাংবাদিক বৈঠক করেন জয়রাম রমেশ। সেখানে তিনি অভিযোগ করেন, নীতিশ কুমারের বিজেপিতে ফিরে যাওয়াটা প্রধানমন্ত্রী মোদী দ্বারা সাজানো। প্রধানমন্ত্রীকে তিনি ‘মিথ্যাবাদীদের বিশ্বগুরু’ বলেও কটাক্ষ করেছেন। পাশাপাশি নীতিশকে তিনি ‘বিশ্বাসঘাতকতার বিশেষজ্ঞ’ বলে অভিহিত করেছেন।

জয়রাম রমেশ জানিয়েছেন, ”নীতিশ কুমারের প্রস্থানের ইন্ডিয়া জোটের একেবারেই কোনও বিরূপ প্রভাব পড়বে না৷ অনেক নেতা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন এই লোকটি চলে গেছে তাই৷ এটা আমাদের কাছে পরিত্রাণ।”

এরপর জয়রাম রমেশ বিজেপিকে সতর্ক করে বলেছেন, বিহারের মানুষদের ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত যাত্রা থামবে না। কংগ্রেস নেতার দাবি - ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ বিহারের কিষাণগঞ্জ এবং আরারিয়া জেলায় ইতিবাচক সাড়া পাচ্ছে। পাশাপাশি তিনি আরও জানান, রাহুল গান্ধী মঙ্গলবার পূর্ণিয়াতে একটি সমাবেশে করবেন। এবং এই সপ্তাহের শেষের দিকে রাঁচিতে আরও একটি সমাবেশে করবেন তিনি।

জয়রাম রমেশের অভিযোগ, ”যখন ভারত জোড় ন্যায় যাত্রা ১৪ জানুয়ারি মণিপুরের থৈবাল থেকে শুরু করেছিল, তখন প্রধানমন্ত্রী মোদী মিলিন্দ দেওরাকে কংগ্রেস থেকে বাদ দেওয়ার জন্য ‘মুহুর্ত’ খুঁজে পেয়েছিলেন যাতে শিরোনামগুলি 'ভারত জোড় ন্যায় যাত্রা'র পরিবর্তে ‘মিলিন্দ দেওরা’ হয়ে যায়।”

দাবি জয়রাম রমেশের
Sandeshkhali: শাহজাহান-প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক, আত্মগোপন করেই জামিন পেতে হলফনামায় সই তৃণমূল নেতার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in