I-N-D-I-A: নীতিশ রাজি হলেন না, 'ইন্ডিয়া' মঞ্চের চেয়ারপার্সন করা হল খাড়গেকে

People's Reporter: শনিবারই ইন্ডিয়া মঞ্চের ভার্চুয়াল বৈঠক ছিল। সেখানেই চূড়ান্ত হয় ইন্ডিয়া মঞ্চের চেয়ারপার্সন হবেন মল্লিকার্জুন খাড়গে।
মল্লিকার্জুন খাড়গে
মল্লিকার্জুন খাড়গেফাইল ছবি সংগৃহীত

ইন্ডিয়া মঞ্চের চেয়ারপার্সন করা হলো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি। তৃণমূল অবশ্য এতে নিজেদের নৈতিক জয় দেখছে।

শনিবার ইন্ডিয়া মঞ্চের ভার্চুয়াল বৈঠক ছিল। সেখানেই চূড়ান্ত হয় ইন্ডিয়া মঞ্চের চেয়ারপার্সন হবেন মল্লিকার্জুন খাড়গে। ইন্ডিয়া সূত্রে খবর, বৈঠকে চেয়ারপার্সন হিসেবে নীতিশের নাম প্রস্তাবিত হলেও তিনি রাজি হননি। তিনি কংগ্রেস নেতাদের কোনও একজনকে চেয়ারপার্সন করার আবেদন জানান। এরপর আলোচনার পর খাড়গেকে বেছে নেওয়া হয়।

এই বৈঠকে আসন সমঝতা নিয়ে আলোচনা করার কথা থাকলেও তা হয়নি বলে জানা গেছে। আর কয়েকমাস পর লোকসভা নির্বাচন। তার আগে যত দ্রুত সম্ভব আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত আলোচনা চাইছে ইন্ডিয়া মঞ্চের দলগুলি। বিহারে মোটামুটি ভাবে আসন সমঝতা কিছুটা হলেও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। কিন্তু অন্যান্য রাজ্যে তা হয়নি এখনও। ইন্ডিয়া মঞ্চের ভূমিকা কী এই প্রসঙ্গে তা আগামী দিনের বৈঠকগুলির মাধ্যমেই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ইন্ডিয়া মঞ্চের চেয়ারপার্সন মল্লিকার্জুন খাড়গেকে করায় মমতা ব্যানার্জির জয় দেখছে তৃণমূল কংগ্রেস। কারণ গত ১৯ ডিসেম্বর ইন্ডিয়া মঞ্চের বৈঠকে শিবিরের মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাঁকে সমর্থন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। এদিন কুণাল ঘোষ বলেন, আমাদের নেত্রী তো আগেই খাড়গেজির নাম বলেছিলেন। এত সময় নেওয়ার কি ছিল?

মল্লিকার্জুন খাড়গে
Karnataka: ৪৪০ কোটির ঋণ খেলাপি! BJP বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ব্যাঙ্ক ম্যানেজারের
মল্লিকার্জুন খাড়গে
কেন্দ্রের নয়া শিক্ষানীতির বিরুদ্ধে যন্তর-মন্তরে বিক্ষোভ ১৬ বিরোধী ছাত্র সংগঠনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in