Madhya Pradesh: শিবরাজ সরকার দুর্নীতিগ্রস্ত - এবার কংগ্রেস বিধায়কের নিশানায় মধ্যপ্রদেশের BJP সরকার

জিতু পাটোয়ারী বলেন, রাজ্যের শিবরাজ সরকার দুর্নীতির সরকার। তাঁর সরকারের আমলে, ২০ বছরে অনেকগুলি কেলেঙ্কারি হয়েছে, যার মধ্যে ব্যাপম কেলেঙ্কারি এমন একটি কেলেঙ্কারি, যা রাজ্য সরকারের মুখে কলঙ্ক ফেলেছে।
মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক জিতু পাটোয়ারি
মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক জিতু পাটোয়ারিছবি - জিতু পাটোয়ারির ফেসবুক পেজের ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

প্রিয়াঙ্কা গান্ধী বঢরার করা ট্যুইটে মধ্যপ্রদেশ সরকারকে ’৫০% কমিশনের সরকার’ বলে অভিযোগ করার পরেই বিজেপির পক্ষ থেকে কংগ্রেস নেতা কমলনাথ, অরুণ যাদব এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল মধ্যপ্রদেশে। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেস বিধায়ক জিতু পাটোয়ারী শিবরাজ সিং চৌহানের সরকারকে 'দুর্নীতির সরকার' বলে অভিহিত করলেন।

গত শনিবার শহরের সংযোজিতগঞ্জ থানায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এক বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে। এর পরেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী জিতু পাটোয়ারী বলেছেন, শিবরাজ সরকার দুর্নীতির সরকার। ইন্দোর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পাটোয়ারী একথা বলেন।

তিনি আরও বলেন, শিবরাজ সরকারের ২০ বছরের শাসনকালে অনেক কেলেঙ্কারি হয়েছে। কংগ্রেস রাজ্যের শিবরাজ সরকারকে ৫০% কমিশনের সরকার বা দুর্নীতির সরকার বললে এই শিবরাজ সরকার কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা করে। এছাড়াও সরকারকে কটাক্ষ করে সংবাদমাধ্যমের করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

জিতু পাটোয়ারী বলেন, রাজ্যের শিবরাজ সরকার দুর্নীতির সরকার। তাঁর সরকারের আমলে, ২০ বছরে অনেকগুলি কেলেঙ্কারি হয়েছে, যার মধ্যে ব্যাপম কেলেঙ্কারি এমন একটি কেলেঙ্কারি, যা রাজ্য সরকারের মুখে কলঙ্ক ফেলেছে। একই সঙ্গে পাটোয়ারী বলেন, নিয়োগ পরীক্ষা কেলেঙ্কারি, খাদ্য কেলেঙ্কারির মতো বহু কেলেঙ্কারি হয়েছে এই সরকারের আমলে।

তিনি বলেন, দুই শতাধিক আইএএস এবং আইপিএস আধিকারিকদের বিরুদ্ধে লোকায়ুক্ত অভিযান চালিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই সরকার একজন কর্মকর্তার বিরুদ্ধেও বিচার করেনি। এ থেকে স্পষ্ট হয় যে এই সরকার দুর্নীতির সরকার।

তিনি আরও বলেন, কংগ্রেস যদি রাজ্যের শিবরাজ সরকারকে ৫০% কমিশনের সরকার বা দুর্নীতির সরকার বলে, তবে সরকার কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা করে। কিন্তু এনসিআরবি রিপোর্ট অনুসারে, মধ্যপ্রদেশ দুর্নীতির ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি শিবরাজ সরকারকে এক চিঠিতে জানিয়েছিলেন যে পরিবহনে সর্বাধিক দুর্নীতি হয় মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে।

পাটোয়ারী বলেন, রাজ্য সরকার আমাদের বিরুদ্ধে মামলা করলে বা জেলে পাঠালেও আমরা চিৎকার করব যে মধ্যপ্রদেশের শিবরাজ সরকার দুর্নীতির সরকার। 

অন্যদিকে, কংগ্রেস নেতাদের ট্যুইটে উঠে আসা জ্ঞানেন্দ্র তিওয়ারি নামে এক ব্যক্তির লেখা চিঠিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জ্ঞানেন্দ্র তিওয়ারিকে তিনি চেনেন না।

মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক জিতু পাটোয়ারি
Madhya Pradesh: BJPর বিরুদ্ধে ৫০% কমিশনের অভিযোগ - প্রিয়াঙ্কা, কমলনাথ সহ ৩ কংগ্রেস নেতার নামে FIR
মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক জিতু পাটোয়ারি
Sharad Pawar: ফের অজিত-শরদ সাক্ষাত! প্রায় ৪ ঘণ্টার বৈঠক ঘিরে জল্পনা 'INDIA'-র অন্দরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in