Lok Sabha Polls 24: পাঞ্জাব কংগ্রেসে ভাঙন, দল ছেড়ে বিজেপিতে ৩ বারের সাংসদ রভনীত সিং বিট্টু

People's Reporter: মঙ্গলবার কংগ্রেস ছাড়ার পরেই তিনি বিজেপিতে যোগ দেন এবং জানান দেশের মানুষ নরেন্দ্র মোদীকেই আগামী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে। বর্তমানে তিনি লুধিয়ানা কেন্দ্রের বিদায়ী সাংসদ।
দিল্লিতে দলীয় সদর দফতরে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক রভনীত সিং বিট্টু
দিল্লিতে দলীয় সদর দফতরে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক রভনীত সিং বিট্টু ছবি বিজেপি এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রীনশট

লোকসভা নির্বাচনের মুখে দল ছাড়লেন পাঞ্জাবের তিন বারের কংগ্রেস সাংসদ রভনীত সিং বিট্টু। মঙ্গলবার কংগ্রেস ছাড়ার পরেই তিনি বিজেপিতে যোগ দেন এবং জানান দেশের মানুষ নরেন্দ্র মোদীকেই আগামী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে। বর্তমানে তিনি লুধিয়ানা কেন্দ্রের বিদায়ী সাংসদ। ২০১৪ সাল থেকে তিনি এই কেন্দ্রের সাংসদ ছিলেন। ২০০৯ সালে তিনি আনন্দপুর সাহিব কেন্দ্র থেকে বিজয়ী হন।

এদিন বিজেপিতে যোগ দিয়ে বিট্টু বলেন, দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্জাবের জন্য যথেষ্ট ভাবেন এবং তাঁরা এই রাজ্যের জন্য অনেক কিছু করতে চান। এদিন বিট্টুর বিজেপিতে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। তিনি বলেন, বিট্টুর বিজেপিতে যোগদানে পাঞ্জাবে দল শক্তিশালী হবে।

এদিন বিট্টু আরও বলেন, আমরা একত্রিত হয়ে কৃষক, শ্রমিকদের নিয়ে কাজ করব।

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং-এর নাতি রভনীত সিং বিট্টু। রাজ্যের সন্ত্রাসবাদ বিরোধী প্রচারে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন এবং এবং পদে থাকাকালীন ১৯৯৫ সালের ৩১ আগস্ট বোমা বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়। বিট্টুর বাবা পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী তেজ প্রকাশ সিং।

আসন্ন লোকসভা নির্বাচনে একক শক্তিতে লড়াই করতে চলেছে বিজেপি। তাই নির্বাচনে নামার আগে এখন চলছে ঘর গোছানোর পালা। এর আগে শিরোমণি আকালি দলের সঙ্গে বিজেপির জোট প্রস্তাব ভেস্তে যায় এবং বহু চেষ্টা সত্বেও সেই ভাঙন মেরামত করা যায়নি। জোট প্রসঙ্গে আকালি দলের দাবি ছিল ২০২০-২১-এর কৃষক আন্দোলনের সময় কৃষকদের বিরুদ্ধে করা সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে হবে। যে দাবিতে সম্মত হয়নি বিজেপি।

দিল্লিতে দলীয় সদর দফতরে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক রভনীত সিং বিট্টু
Lok Sabha Polls 24: BJP-র প্রার্থী তালিকা থেকে ছাঁটাই, অখিলেশের সমর্থনে নির্দল প্রার্থী বরুণ গান্ধী!
দিল্লিতে দলীয় সদর দফতরে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক রভনীত সিং বিট্টু
Lok Sabha Polls 24: মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কু-মন্তব্যের অভিযোগ - দিলীপের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in