Lok Sabha Polls 24: BJP-র প্রার্থী তালিকা থেকে ছাঁটাই, অখিলেশের সমর্থনে নির্দল প্রার্থী বরুণ গান্ধী!

People's Reporter: রবিবার পঞ্চম দফায় ১১১ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। যাতে নাম নেই বরুণ গান্ধীর। এমনকি পিলভিট কেন্দ্রে প্রাক্তন কংগ্রেস নেতা জীতিন প্রসাদকে পিলভিট আসনের প্রার্থী করা হয়।
বিদায়ী বিজেপি সাংসদ বরুণ গান্ধী
বিদায়ী বিজেপি সাংসদ বরুণ গান্ধী ফাইল ছবি সংগৃহীত
Published on

বিজেপির সাথে কি সম্পর্ক শেষ হলো পিলভিটের বিদায়ী সাংসদ বরুণ গান্ধীর? রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে। সূত্রের খবর, ইন্ডিয়া মঞ্চের হাত শক্ত করতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে নির্দল হয়েও লড়তে পারেন তিনি।

রবিবার পঞ্চম দফায় ১১১ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। তাতে নাম নেই বরুণ গান্ধীর। এমনকি পিলভিট কেন্দ্রে প্রাক্তন কংগ্রেস নেতা জীতিন প্রসাদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এরপরেই বরুণ গান্ধীর নির্দল হয়ে লড়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। একাধিক সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি নাকি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সমর্থনে নির্দলে হয়ে নির্বাচনে লড়বেন। তবে কোন কেন্দ্রে লড়বেন তা এখনও স্পষ্ট নয়।

পিলভিট কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। সেই কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী ভাগবত শরণ গাঙ্গোয়ার লড়ছেন। বরুণ গান্ধী যদি সমাজবাদী পার্টির সমর্থনে লড়েন তাহলে আঁওলা কেন্দ্রের প্রার্থী করা হতে পারে তাঁকে। বরুণ গান্ধীর ঘনিষ্ঠ সূত্রের খবর অনুসারে, ইতিমধ্যেই তিনি চার সেট মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

অন্যদিকে, বরুণ গান্ধীকে মনোনয়ন না দিলেও তাঁর মা মানেকা গান্ধীকে ফের মনোনয়ন দিয়েছে বিজেপি। সুলতানপুর থেকেই পুনরায় লড়বেন মানেকা। ২০১৯ এ এই কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তিনি।

পিলভিট লোকসভা কেন্দ্র থেকে ২০০৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বরুণ গান্ধী। ওই কেন্দ্রে ২০১৪ সালে প্রার্থী করা হয় তাঁর মা মেনকা গান্ধীকে। তিনিও জয়ী হয়েছিলেন। ২০১৯ সালে নিজের পুরনো কেন্দ্রে ফিরে আসেন বরুণ। আড়াই লক্ষের বেশি ব্যবধানে সেবার জিতেছিলেন তিনি।

বিদায়ী বিজেপি সাংসদ বরুণ গান্ধী
Lok Sabha Polls 24: মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কু-মন্তব্যের অভিযোগ - দিলীপের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
বিদায়ী বিজেপি সাংসদ বরুণ গান্ধী
WB by Election 24: রাজ্যের দুই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in