Lok Sabha Polls 24: মহারাষ্ট্রে ১৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো শিবসেনা (ইউবিটি)

People's Reporter: মহারাষ্ট্রে ৪৮ আসনের মধ্যে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এখনও পর্যন্ত কংগ্রেস ১২ এবং শিবসেনা উদ্ধব গোষ্ঠী ১৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজই এনসিপি প্রার্থী তালিকা ঘোষণা করবে।
 উদ্ধব ঠাকরে
উদ্ধব ঠাকরেফাইল ছবি সংগৃহীত
Published on

মঙ্গলবার দিনভর টানাপোড়েনের পর বুধবার সকালে শিবসেনা (ইউবিটি)-র পক্ষ থেকে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে মুম্বাইয়ের তিনটি কেন্দ্রেও প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। মুম্বাই দক্ষিণে শিবসেনা উদ্ধব গোষ্ঠীর প্রার্থী হচ্ছেন অরবিন্দ সাওয়ন্ত, মুম্বাই উত্তর পূর্ব কেন্দ্রে সঞ্জয় দিনা পাটিল এবং মুম্বাই উত্তর পশ্চিম কেন্দ্রে অমল জী কীর্তিকার।

এই তিন প্রার্থী ছাড়াও রায়গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অনন্ত গীতে, সিন্ধদুর্গ রত্নগিরি কেন্দ্রে বিনায়ক রাউথ, ছত্রপতি সম্ভাজীনগর আউরঙ্গাবাদ কেন্দ্রে চন্দ্রকান্ত খাইরে, শিরডি কেন্দ্রে বাসুদেব ওয়াঘচোরে, থানে কেন্দ্রে রাজন বিচারে এবং ধারাশিব ওসমানাবাদ কেন্দ্রে ওমরাজি নিম্বালকার।

শিবসেনা উদ্ধব গোষ্ঠীর প্রার্থী তালিকায় আছেন অধ্যাপক নরেন্দ্র খেদেকর (বুলধানা), সঞ্জয় দেশমুখ (ইয়াভাতমাল ওয়াসিম), সংযোগ ওয়াঘেরে পাতিল (মাভেল), চন্দ্রহার পাটিল (সাংলি), নাগেশ পাটিল আশ্তিকার (হিঙ্গোলি), রাজাভাউ ওয়াজে (নাসিক) এবং সঞ্জয় যাদব (পারভানি)।

মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এখনও পর্যন্ত কংগ্রেস ১২ এবং শিবসেনা উদ্ধব গোষ্ঠী ১৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজই এনসিপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানা গেছে। এছাড়াও প্রকাশ আম্বেদকরের বঞ্চিত বহুজন আঘাদি (ভিবিএ)-র সঙ্গে এখনও আসন রফা নিয়ে আলোচনা চলছে।

দেশে উত্তরপ্রদেশের (৮০) পর আসন সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র (৪৮)। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে পাঁচ দফায় মহারাষ্ট্রের ভোট অনুষ্ঠিত হবে।

 উদ্ধব ঠাকরে
Lok Sabha Polls 24: পাঞ্জাব কংগ্রেসে ভাঙন, দল ছেড়ে বিজেপিতে ৩ বারের সাংসদ রভনীত সিং বিট্টু
 উদ্ধব ঠাকরে
Lok Sabha Polls 24: BJP-র প্রার্থী তালিকা থেকে ছাঁটাই, অখিলেশের সমর্থনে নির্দল প্রার্থী বরুণ গান্ধী!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in