Lok Sabha Polls 24: ২২ আসনে প্রার্থী ঘোষণা RJD-র, তালিকায় লালুর দুই মেয়ে ছাড়াও আর কে কে রয়েছেন?

People's Reporter: লালুর মেয়ে রোহিণীকে তাঁর বাবার কেন্দ্র সারণ থেকে প্রার্থী করা হয়েছে। তাঁর আর এক মেয়ে মিসা ভারতীকে পাটলিপুত্রে প্রার্থী হয়েছেন।
লালুপ্রসাদ যাদব
লালুপ্রসাদ যাদবফাইল ছবি সংগৃহীত

লোকসভা নির্বাচনের জন্য বিহারের ২২ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল লালুপ্রসাদ যাদবের আরজেডি। তালিকায় রয়েছে দলের প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদবের দুই মেয়ে রোহিণী আচার্য ও মিসা ভারতীর নাম। রোহিণীর এই লোকসভা দিয়েই নির্বাচনী ময়দানে পা রাখতে চলেছেন।

দু’বছর আগে নিজের কিডনি দিয়ে বাবাকে সুস্থ করে তুলেছিলেন লালুর মেয়ে রোহিণী আচার্য। সেই সময় দল নির্বিশেষে রোহিণীর প্রশংসা করেছিলেন সকলে। এবার তাঁকে বাবার কেন্দ্র সারণ থেকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালে সারণ কেন্দ্রে জিতে সাংসদ হয়েছিলেন লালু। কিন্তু শেষ দুবারের লোকসভাতে ওই কেন্দ্রে জিতেছেন বিজেপির রাজীব প্রতাপ রুডি।

অন্যদিকে, লালুর আর এক মেয়ে মিসা ভারতীকে নিজের পুরানো কেন্দ্র পাটলিপুত্রেই প্রার্থী হয়েছেন। ২০১৪ এবং ২০১৯ দু’বার ওই কেন্দ্র থেকে ভোটে দাঁড়ালেও বিজেপির রামকৃপাল যাদবের কাছে হেরে যান মিসা।

বৈশালী থেকে প্রার্থী করা হয়েছে আইএএস অফিসার জি কৃষ্ণাইয়া হত্যা মামলায় অভিযুক্ত বিজয়কুমার শুক্ল ওরফে মুন্নাকে। অন্যদিকে, কংগ্রেসের চাওয়া পূর্ণিয়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অধবেশ মণ্ডলের স্ত্রী বিমা ভারতীকে। গত মাসে বিমা ভারতী আরজেডি-তে যোগ দেন।

১৭ বছর জেলবন্দি থাকার পর ২০২৩ সালে মুক্তি পান আশোক মাহাতো। আশোকের স্ত্রী অনিতা কুমারীকে মুঙ্গের থেকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, অনিতাকে প্রার্থী করার জন্য সম্প্রতি লালুর সাথে সাক্ষাৎ করেছিলেন অশোক মাহাতো।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বিহারের মহাগঠবন্ধন গত মাসে তাদের আসন সমাঝোতা ঘোষণা করে। বিহারের মোট ৪০ টি আসনের মধ্যে ২৬ টিতে লড়বে আরজেডি, ৯ টি ছাড়া হয়েছে কংগ্রেসকে। এছাড়া সিপিআইএমএল (লিবারেশন) ৩, সিপিআইএম ১, সিপিআই ১ আসনে লড়বে।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জোট করেও একটিও আসনে জিততে পারেনি আরজেডি। অন্যদিকে, মাত্র একটি আসনে জিতেছিল কংগ্রেস। বিহারের মোট ৪০ টি আসনের মধ্যে ৩৯ টি দখল করেছিল বিজেপি-জেডিইউ-এলজেপির জোট।

লালুপ্রসাদ যাদব
‘ভোটে আমার ছেলে অবশ্যই হারবে,’ পুত্র বিজেপি প্রার্থী হওয়ায় মন্তব্য বিশিষ্ট কংগ্রেস নেতার
লালুপ্রসাদ যাদব
Lok Sabha Polls 24: মহারাষ্ট্রে চূড়ান্ত মহা বিকাশ আঘাদির আসন সামঝোতা, ১৭ কেন্দ্রে লড়বে কংগ্রেস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in