‘ভোটে আমার ছেলে অবশ্যই হারবে,’ পুত্র বিজেপি প্রার্থী হওয়ায় মন্তব্য বিশিষ্ট কংগ্রেস নেতার

People's Reporter: উল্লেখ্য, ২০২৩ সালে বিজেপিতে যোগ দেন অনিল অ্যান্টনি।
‘ভোটে আমার ছেলে অবশ্যই হারবে,’ পুত্র বিজেপি প্রার্থী হওয়ায় মন্তব্য বিশিষ্ট কংগ্রেস নেতার
প্রতীকী ছবি সংগৃহীত

আসন্ন লোকসভা নির্বাচনে ছেলে প্রার্থী হয়েছেন। কিন্তু ছেলের পরাজয় কামনা করেছেন কংগ্রেসের প্রবীণ নেতা এ কে অ্যান্টনি। কারণ অ্যান্টনির পুত্র অনিল অ্যান্টনি কেরালার পাথানামথিট্টা আসন থেকে বিজেপির প্রতীকে প্রার্থী হয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালে বিজেপিতে যোগ দেন অনিল।

এক সংবাদ মাধ্যমে এ কে অ্যান্টনি জানিয়েছেন, “অনিল অবশ্যই হারবে। তাঁর প্রতিদ্বন্দ্বী, কংগ্রেস প্রার্থী আন্তো অ্যান্টনি জয়ী হবে নির্বাচনে।“ পাশাপাশি, কংগ্রেস নেতাদের সন্তানদের বিজেপিতে যোগদান ‘ভুল’ বলেও জানান তিনি।

কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি বলেন, "কংগ্রেস এবং রাহুল গান্ধী ক্রমাগত মোদী, বিজেপি, আরএসএস-এর বিরুদ্ধে লড়াই করছে। আমি মনে করি না কেরালার মানুষ মুখ্যমন্ত্রীর (পিনারাই বিজয়ন) অভিযোগকে গুরুত্ব সহকারে নেবে। ইন্ডিয়া জোট প্রতিদিন বিজেপির পতনের জন্য লড়াই করে যাচ্ছে। আমি মনে করি এটা আমাদের জন্য সরকার গঠনের সুযোগ।" উল্লেখ্য, পিনারাই বিজয়ন একাধিকবার অভিযোগ করছেন, কেরলে বিজেপিকে জায়গা করে দিচ্ছে কংগ্রেস।

উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গা নিয়ে সম্প্রতি তথ্যচিত্র বানিয়েছিল বিবিসি। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তথ্যচিত্রে মোদীর সমালোচনা করা হয়েছিল। এই তথ্যচিত্রের বিরোধিতা করেছিলেন অনিল অ্যান্টনি। অনিল সেই সময় বলেছিলেন, ভারতীয় প্রতিষ্ঠানের উপর ব্রিটিশ সম্প্রচারকদের এই দৃষ্টিভঙ্গি দেশের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করবে।

মোদীর পাশে দাঁড়ানোর জন্য, রাজ্য কংগ্রেসের দ্বারা সমালোচিত হন অনিল। এরপরেই কেপিসিসি ডিজিটাল মিডিয়া এবং এআইসিসি সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল কমিউনিকেশন সেল থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এবং বিজেপিতে যোগ দেন।

‘ভোটে আমার ছেলে অবশ্যই হারবে,’ পুত্র বিজেপি প্রার্থী হওয়ায় মন্তব্য বিশিষ্ট কংগ্রেস নেতার
পঞ্চায়েতের লড়াইয়ের ঝাঁঝ আরও বাড়িয়ে মুর্শিদাবাদে মাটি কামড়ে বাম কংগ্রেস, অস্বস্তিতে তৃণমূল
‘ভোটে আমার ছেলে অবশ্যই হারবে,’ পুত্র বিজেপি প্রার্থী হওয়ায় মন্তব্য বিশিষ্ট কংগ্রেস নেতার
লোকসভার আবহে বিজেপি শাসিত রাজ্য থেকে নগদ, গয়না মিলিয়ে উদ্ধার প্রায় ৬৩ কোটি, গ্রেফতার এক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in