'এরকম চুরি প্রথম শুনলাম', CPIM-এর ভুয়ো এজেন্টকে বুথ থেকে টেনে বের করার পর মন্তব্য সেলিমের

People's Reporter: শুরু থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। ভোট সন্ত্রাসের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঘুরছেন মহম্মদ সেলিম।
মুর্শিদাবাদে মহম্মদ সেলিম
মুর্শিদাবাদে মহম্মদ সেলিমনিজস্ব চিত্র
Published on

মুর্শিদাবাদে দলের ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরে বুথের বাইরে বের করে দিলেন সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। পাশাপাশি দলের 'আসল' এজেন্টকে ভোটকেন্দ্রে বসিয়ে এলাকায় ঘুরে গ্রামবাসীদের আস্বস্তও করলেন তিনি।

তৃতীয় দফায় মুর্শিদাবাদ সহ রাজ্যের চার কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। শুরু থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। ভোট সন্ত্রাসের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। তাই সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঘুরছেন মহম্মদ সেলিম। এরই মাঝে খবর আসে, রানিনগরের লোচনপুরের গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে সিপিআইএম এজেন্টকে মারধর করে বের করে দিয়েছে তৃণমূল। এক তৃণমূল কর্মীই সিপিআইএম এজেন্ট সেজে বুথে বসেছেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন সেলিম।

প্রাণভয়ে প্রায় ৩ ঘণ্টা পাশের এক কলাবাগানে লুকিয়ে থাকা 'আসল' সিপিআইএম এজেন্ট মোস্তাকিন শেখকে বুথে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তিনি। বুথে গিয়ে কাগজপত্র খতিয়ে দেখে ভুয়ো এজেন্টকে ধরে টানতে টানতে বের করে দেন সেলিম নিজেই।

ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরার পর সেলিম সংবাদমাধ্যমের সামনে বলেন, “ফর্ম চুরি করে বাম এবং নির্দলের এজেন্টকে মেরে অন্য লোক বসে আছে। এরকম চুরি প্রথম শুনলাম। গ্রেফতার করতে বলছি কিন্তু সেক্টর অফিসার গ্রেফতার করছেন না।”

এর পর গ্রামের ভিতর ঘুরেও পরিস্থিতি বোঝার চেষ্টা করেন সেলিম। ভোটারদের আশ্বস্ত করেন ভোট দিতে যাওয়ার জন্য। যদিও সেলিম গ্রামের ভিতরে কিছুটা যেতে তাঁকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’ দেন তৃণমূল কর্মীদের একাংশ। হিটলার সরকার নামে এলাকার এক তৃণমূল কর্মী সেলিমের গ্রেফতারির দাবিও তোলেন। তাঁর অভিযোগ, সেলিম সংবাদমাধ্যমের সামনেই তাঁর কলার ধরে টেনেছেন।

মুর্শিদাবাদে মহম্মদ সেলিম
Live Blog: ৫টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৭৩.৯৩ শতাংশ, সবথেকে বেশি মুর্শিদাবাদে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in