
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বাংলার চার কেন্দ্রও রয়েছে। এই দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন - গান্ধীনগরের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পোরবন্দরের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়, মধ্যপ্রদেশের গুণার বিজেপি প্রার্থী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিদিশার বিজেপি প্রার্থী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, রাজগড়ের কংগ্রেস প্রার্থী মধ্যপ্রদেশের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, মৈনপুরীর সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্পল যাদব (অখিলেশ যাদবের স্ত্রী), মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রমুখ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন