
লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় দেশজুড়ে ১০ রাজ্যের মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বাংলার আট কেন্দ্রও রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১, মধ্যপ্রদেশের ৮, ওড়িশার ৪, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ। এই দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন - উত্তরপ্রদেশের কনৌজ কেন্দ্রের এসপি প্রার্থী অখিলেশ সিংহ যাদব, হায়দরাবাদের মিম প্রার্থী আসাদউদ্দিন ওয়েইসি, আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, বিহারের বেগুসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিরাজ সিংহ প্রমুখ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন