কাশ্মীর ফাইলস-র মতো লখিমপুর খেরির ঘটনা নিয়েও সিনেমা তৈরি করা যেতে পারে - অখিলেশ

অখিলেশ বলেন, “যদি কাশ্মীর নিয়ে সিনেমা তৈরি হয়, তাহলে লখিমপুর খেরির ঘটনা নিয়েও সিনেমা তৈরি করা যেতে পারে।“
কাশ্মীর ফাইলস-র মতো লখিমপুর খেরির ঘটনা নিয়েও সিনেমা তৈরি করা যেতে পারে - অখিলেশ
গ্রাফিক্স - নিজস্ব

সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদব বলেছেন যে যদি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর মতো একটি চলচ্চিত্র তৈরি করা যায়, তবে ২০২১ সালের অক্টোবরে লখিমপুর খেরি হিংসা নিয়েও একটি চলচ্চিত্র হওয়া উচিত। বুধবার সন্ধ্যায় সীতাপুরে একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অখিলেশ যাদব এমনই মন্তব্য করেছেন।

অখিলেশ বলেন, “আপনার সীতাপুর হল লখিমপুর খেরির প্রতিবেশী জেলা। যদি কাশ্মীর নিয়ে সিনেমা তৈরি হয়, তাহলে লখিমপুর খেরির ঘটনা নিয়েও সিনেমা তৈরি করা যেতে পারে।“ ৩রা অক্টোবর, ২০২১-এ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র 'টেনি'-র ছেলের এসইউভি চার কৃষক এবং একজন সাংবাদিককে চাপা দেওয়ার পরে লখিমপুর খেরি জেলায় হিংসা ছড়িয়ে পড়ে। তারপরে আরও তিন জন মারা যায় এই হিংসায়।

সম্প্রতি অনুষ্ঠিত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর লখনউয়ের বাইরে এটি ছিল অখিলেশের প্রথম সফর। যেখানে এসপি ১১১ টি আসন জিতেছে। সমাজবাদী পার্টির জোটসঙ্গী দুটি দল (রাষ্ট্রীয় লোক দল এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি) একসাথে ১৪ টি আসন পেয়েছে। অন্যদিকে, বিজেপি ২৫৫ টি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছে এবং দুই জোটসঙ্গী (আপনা দল-এস এবং নিশাদ দল) একসাথে ১৮ টি আসন পেয়েছে।

অখিলেশ বলেন – “নির্বাচনে এসপি এবং আমাদের জোটসঙ্গীদের নৈতিক বিজয় হয়েছে। জনগণ এসপিকে বিজেপির বিকল্প হিসাবে বিবেচনা করে। আমাদের আসন এবং ভোটের ভাগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, বিজেপির আসন কমেছে। বিজেপির আসন ভবিষ্যতে আরো নিচে যাবে।” তিনি আরও বলেন মূল্যস্ফীতি ও বেকারত্বের মৌলিক বিষয়গুলো এখনও প্রাসঙ্গিক।

কাশ্মীর ফাইলস-র মতো লখিমপুর খেরির ঘটনা নিয়েও সিনেমা তৈরি করা যেতে পারে - অখিলেশ
'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে সওয়াল প্রধানমন্ত্রীর, পাল্টা নেটিজেনরা মনে করালেন 'পারজানিয়া', 'শিকারা'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in