কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এটি দেশবাসীর কাছে নতুন বার্তা দেবে। সোমবার, এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।
কর্ণাটকের বেলগাভিতে (Belagavi) চলছে কংগ্রেসের যুব সম্মেলন। নাম দেওয়া জয়েছে 'যুব ক্রান্তি সমাবেষা' (Yuva Kranti Samavesha)। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি খাড়গে বলেন, ‘ঐক্যবদ্ধভাবে আমাদের নির্বাচনে লড়াই করতে হবে। মনে রাখতে হবে, বেলাগাভি হল একটি পবিত্র ভূমি। ১৯২৪ সালে এখানেই জাতীয় কংগ্রেসের ৩৯ তম অধিবেশন হয়েছিল, যে অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী।’
বেলগাভিতে ১৮ টি আসনের মধ্যে ১৫ থেকে ১৬ টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস। সেকথা উল্লেখ করে খাড়গে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বলছি, এই জেলার সবকটি আসনেই কংগ্রেস জয়লাভ করবে।
এদিন তিনি বলেন, ‘রাজ্যে যে পরিমাণ দুর্নীতি হয়ে, তা আগে কখনও দেখেনি রাজ্যবাসী। কিন্তু, তারপরেও কেন এজেন্সিকে তদন্তের নির্দেশ দিচ্ছেন না অমিত শাহ? কাশ্মীর থেকে ফেরার ৪৬ দিন পর রাহুলের বাড়িতে পুলিস পাঠানো হচ্ছে, আর, কর্ণাটকে দুর্নীতির প্রমাণ দেওয়ার পরেও, কোনও তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে না।’
মোদীকে নিশানা করে কংগ্রেস সভাপতি বলেন, 'প্রধানমন্ত্রী মোদী তাঁর বেলাগাভি সফরে আমাকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেছিলেন যে, আমার রিমোট কন্ট্রোল অন্য কারও কাছে রয়েছে। আপনি কি বলতে পারবেন বিজেপি সভাপতি জেপি নাড্ডার রিমোট কন্ট্রোল কার হাতে আছে? যদি রাহুল গান্ধী সংসদে আদানি সম্পর্কে প্রশ্ন করেন, প্রশ্নগুলো মুছে ফেলা হয়। দেশে গণতন্ত্র নেই, কিন্তু জাতিভেদ আছে। দেশে জাতপাতের বৈষম্য আছে বলাটা কি ভুল?'
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন