Karnataka: ‘ইতিহাস বিকৃত হচ্ছে, মামলা হওয়া উচিত’ - টিপু সুলতান বিতর্কে BJP-কে নিশানা কংগ্রেসের

'ব্রিটিশরা হত্যা করেনি, টিপু সুলতানকে হত্যা করেছে উরি গৌড়া- নাঞ্জে গৌড়া।' বিজেপির নয়া দাবি ঘিরে বিতর্ক।
Karnataka: ‘ইতিহাস বিকৃত হচ্ছে, মামলা হওয়া উচিত’ - টিপু সুলতান বিতর্কে BJP-কে নিশানা কংগ্রেসের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

আগামী মে মাসে কর্নাটকে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে টিপু সুলতান বিতর্কে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে কর্নাটকে।

সোমবার, কংগ্রেসের রাজ্য সভাপতি ডি. কে. শিবকুমার বলেন, ‘নতুন ঐতিহাসিক চরিত্র তৈরি করছে বিজেপি। তাঁরা (বিজেপি) দাবি করছে, মহীশূর শাসক টিপু সুলতানকে হত্যা করেছে উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়া। বিজেপির এই অপচেষ্টার নিন্দা জানানো উচিত।‘

তিনি বলেন, ‘নির্বাচনের জন্য ইতিহাসের এই বিকৃতি করা হচ্ছে। এটি ভোক্কালিগা সম্প্রদায়ের জন্য অপমান।’

সাংবাদিক সম্মেলনে- কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে, বিজেপি বিধায়ক ও দলের জাতীয় সাধারণ সম্পাদক সি. টি. রবি, এবং রাজ্যের উচ্চশিক্ষা ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডঃ সি. এন. অশ্বথ নারায়ণ-এর নাম উল্লেখ করে শিবকুমার বলেন, ‘এই নেতারা নতুন ইতিহাস তৈরি করছেন।’

তিনি আরও বলেন, ‘নতুন করে উরি গৌড়া ও নাঞ্জে গৌড়ার চরিত্র তৈরি করা হয়েছে এবং তাতে সাম্প্রদায়িক রঙ দেওয়া হয়েছে। তারা ইতিহাসকে বিকৃত করছে- যা ভুল। আমি এর নিন্দা জানাই। এর বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব এবং বৈঠকের ডাক দেওয়ার জন্য আমি নির্মলানন্দনাথ স্বামীজিকে (ভোক্কালিগা পোপ) আহ্বান জানাই। আশা করি, তিনি কখনই কাউকে সমাজে বিষবৃক্ষ রোপণ করতে দেবেন না।’

তিনি জানান, ‘হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে’ বিজেপির এই ইতিহাস লেখার নিন্দা করতে হবে। সমাজে বিভেদ সৃষ্টির অপচেষ্টা বন্ধ করতে হবে।

শিবকুমার আরও বলেন, ‘ঘটনাগুলি ২০০ বছর আগে ঘটেছিল। উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়া চরিত্রগুলি তৈরি করে, ভোক্কালিগা সম্প্রদায়কে অপমান করা হয়েছে। যারা সমাজে শান্তি নষ্টের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।’

বিজেপি নেতারা দাবি করেছেন, মাইসুর শাসক টিপু সুলতানকে ব্রিটিশরা হত্যা করেনি। ভোক্কালিগা সেনা- উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়া তাঁকে হত্যা করেছিল। আর বিজেপির নয়া দাবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে কর্ণাটক জুড়ে।

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্নাটক সফরে গিয়ে জানিয়েছিলেন, এ বারের ভোট হবে টিপু সুলতান বনাম হিন্দুত্বের প্রশ্নে। এছাড়া, গত ১৬ ফেব্রুয়ারি মাসে কর্নাটক বিজেপির সভাপতি তথা সাংসদ নলিনকুমার কটীল বলেছিলেন, ‘কর্নাটকের পবিত্র মাটিতে টিপু সুলতানের অনুগামীদের বেঁচে থাকাই উচিত নয়!’ যা নিয়েও কম বিতর্ক হয়নি।

Karnataka: ‘ইতিহাস বিকৃত হচ্ছে, মামলা হওয়া উচিত’ - টিপু সুলতান বিতর্কে BJP-কে নিশানা কংগ্রেসের
Kisan Mahapanchayat: ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে দিল্লিতে শুরু কৃষকদের মহাপঞ্চায়েত, বাড়ছে ভীড়

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in