২১ এপ্রিল অর্থাৎ রবিবার ঝাড়খণ্ডের রাঁচিতে 'ন্যায় উলগুলান জনসভা' করতে চলেছে ইন্ডিয়া মঞ্চ। প্রায় সমস্ত বিজেপি বিরোধী দল নিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করতে চলেছে 'ইন্ডিয়া'। রাঁচির প্রভাত তারা মাঠে ৫ লক্ষের কাছাকাছি জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে ইন্ডিয়া।
দিল্লির রামলীলা ময়দানের পর রাঁচিতে ইন্ডিয়া মঞ্চের বিরাট জনসভা হতে চলেছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক তথা মুখপাত্র সুপ্রিয়ো ভট্টাচার্য বলেন, এটা দ্বিতীয় বৃহৎ সভা হতে চলেছে ইন্ডিয়া মঞ্চের। এই সভায় রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল সহ অন্যান্য বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন জানান, উলগুলান জনসভাতে বিজেপি বিরোধী শক্তিগুলি এক সাথে উপস্থিত থাকবে। কেন্দ্রীয় সরকার যেভাবে আদিবাসীদের বিরুদ্ধে কাজ করছে তা ওই সভাতে তুলে ধরা হবে। দিন দিন দলিতদের ওপর অত্যাচার বাড়ছে কিন্তু সরকারের কোনো পদক্ষেপই দেখা যাচ্ছে না। কেন্দ্র শুধু এজেন্সি ব্যবহার করে বিরোধী নেতাদের হেনস্থা করছে। এর বিরুদ্ধে আমাদের সভা দৃষ্টান্ত স্থাপন করবে।
জেএমএম মুখপাত্র সুপ্রিয়ো ভট্টাচার্য আরও জানান, এই সমাবেশ ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে। কারণ ঝাড়খণ্ড গঠনের পর ২০০১ সালে এই ধরণের বিশাল সমাবেশ হয়েছিল। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিল। এমনকি সভার শেষ হওয়ার পরেও মানুষ এসেছিল। ৩ লক্ষের বেশি জেএমএম কর্মী সমর্থক আগামীকালের সমাবেশে যোগ দেবে এবং অন্যান্য দলের প্রায় ২ লক্ষ কর্মী সমর্থকের আসার কথা আছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন