

অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম পর্বের ভোটগ্রহণের শেষে ১ জুনই বৈঠকে বসতে চলেছে বিরোধীদের ইন্ডিয়া মঞ্চের সদস্য সমস্ত রাজনৈতিক দল। সূত্র অনুসারে, লোকসভা ভোটের ফলাফলের পর নিজেদের পরিকল্পনা ঠিক করতেই বিরোধী ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
এখনও পর্যন্ত বিরোধী রাজনৈতিক মঞ্চ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী এনডিএ শিবিরকে আটকে দেবার দাবি করা হয়েছে। ইন্ডিয়া মঞ্চের নেতৃত্বের দাবি – কোনোভাবেই এবার এনডিএ ক্ষমতায় ফিরছে না এবং ইন্ডিয়া মঞ্চই ক্ষমতাসীন হবে।
অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে ২৮টি রাজনৈতিক দল মিলে বিরোধী ইন্ডিয়া মঞ্চ তৈরি করা হয়। যদিও পরে নীতিশ কুমারের জেডিইউ এবং জয়ন্ত চৌধুরীর আরএলডি এই শিবির ছেড়ে এনডিএ-তে যোগ দেয়।
ইন্ডিয়া মঞ্চে কংগ্রেস ছাড়াও আছে সিপিআইএম, সিপিআই, সমাজবাদী পার্টি, ডিএমকে, আরজেডি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা, আম আদমি পার্টি প্রভৃতি রাজনৈতিক দল। তৃণমূল প্রথমে ইন্ডিয়া মঞ্চে থাকলেও পশ্চিমবঙ্গে আসন রফা সূত্র কার্যকরী না হওয়ায় পরবর্তী সময় ইন্ডিয়া মঞ্চে থাকতে অস্বীকার করে। যদিও নির্বাচন চলাকালীন তৃণমূল সুপ্রিমো ফের জানান তাঁরা ইন্ডিয়া মঞ্চতেই আছেন।
অন্যদিকে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষে তারাই ফের ক্ষমতায় ফিরতে চলেছেন এবং নরেন্দ্র মোদীই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন