MP: ভোটের মুখে মধ্যপ্রদেশে ‘কয়েকশো কোটি’র লেনদেন! কেন্দ্রীয় মন্ত্রীপুত্রের ভিডিও ঘিরে আক্রমণে রাহুল

People's Reporter: ভিডিওতে দেবেন্দ্রকে বলতে শোনা যায়, “প্রথম মাসে ওরা কত টাকা পাঠাবে?” এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।
মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী
মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীছবি আইএনসি এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ভোটের আগে ‘কয়েকশো কোটি’ টাকা লেনদেনের কথা বলছেন মধ্যপ্রদেশের হেভিওয়েট বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের ছেলে দেবেন্দ্র সিং তোমর। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনার আরও একটি ভিডিও। কয়েক সপ্তাহ আগে এমনই একটি ভিডিও হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছিল। ভিডিওর সত্যতা সেভাবে যাচাই করা না হলেও কংগ্রেস এই ঘটনা নিয়ে মধ্যপ্রদেশ বিজেপিকে আক্রমণে কোনও খামতি রাখেনি।  

এই ঘটনার সদ্য ভাইরাল হওয়া দ্বিতীয় ভিডিওতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে দেবেন্দ্র সিং তোমরকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে প্রায় ‘কয়েকশো কোটি টাকা’র লেনদেন নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তি দেবেন্দ্রকে বলেন, চণ্ডীগড়ের কোনও এক সিএ তাঁদের জানাবেন প্রতিমাসের টাকার পরিমাণ। সেটা ৫০ কোটি, ১০০ কোটি বা ৫০০ কোটিও হতে পারে। পরে দেবেন্দ্রকে বলতে শোনা যায়, “প্রথম মাসে ওরা কত টাকা পাঠাবে?” এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের কয়েকদিন আগে এইধরনের ভিডিওর প্রকাশ রাজ্যের বিজেপি সরকারের জন্য খুব একটা ভালো ‘লক্ষণ’ নয় বলেই মত বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও এই ঘটনা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে। রাজ্যের নীমুচ এবং ভোপালের জনসভায় ভিডিওর প্রসঙ্গ তুলে বিজেপিকে কটাক্ষ করেছেন প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী।

নীমুচের সভায় রাহুল এই ঘটনায় ইডির হস্তক্ষেপ দাবি করে প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে বলেন, “এখন প্রধানমন্ত্রী তার ইডিকে পাঠাচ্ছেন না কেন?” সোমবার ভোপালের সভা থেকেও একই দাবি তোলেন কংগ্রেস সাংসদ।

রাহুল বলেন, “ভিডিওতে দেখা যাচ্ছে এক কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গরীব চাষি, দরিদ্র মধ্যবিত্ত আর শ্রমিকদের টাকা চুরি করছেন। কিন্তু মোদী সরকার এখন তার দুই প্রধান কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-কে পাঠাচ্ছে না কেন?”

মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী
Chhattisgarh Poll: 'সময়-তারিখ জানান', সরকারের কাজ নিয়ে বিতর্কে নামতে শাহের চ্যালেঞ্জ গ্রহণ বাঘেলের
মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী
Kharge: ‘মোদী সরকারের বিশ্বাসঘাতকতায় অতিষ্ঠ দেশের যুবসমাজ’, কেন্দ্রকে বেলাগাম তোপ খাড়গের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in