ML Khattar: হরিয়ানায় বিজেপি-জেজেপি জোটে জট, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা মনোহর লাল খট্টরের

People's Reporter: জানা গেছে, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি এবং তাদের জোটসঙ্গী জেজেপির মধ্যে আসন সমঝোতা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে।
মনোহর লাল খট্টর এবং জেজেপি প্রধান দুষ্মন্ত চৌটালা
মনোহর লাল খট্টর এবং জেজেপি প্রধান দুষ্মন্ত চৌটালা গ্রাফিক্স - আকাশ

আচমকা ইস্তফা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রীর মনোহর লাল খট্টর। মঙ্গলবার সকালে রাজ্যপাল বান্দারু দত্তরেয়ার সঙ্গে দেখা করে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। খট্টরের ইস্তফাপত্র জমা দেওয়ার কিছু সময় পরেই তাঁর পুরো মন্ত্রিসভাও ইস্তফা দিয়েছে।

জানা গেছে, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি এবং তাদের জোটসঙ্গী জেজেপির মধ্যে আসন সমঝোতা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। যা চরমে পৌঁছানোর জেরে জোট সরকার ভেঙে দিতে চাইছে বিজেপি।

হারিয়ানায় মোট ১০টি লোকসভা কেন্দ্র রয়েছে। বিজেপির জোটসঙ্গী জেজেপি ২টি আসন চেয়েছিল। জেজেপি-র এই সিদ্ধান্তে রাজি হয়নি বিজেপি। রাজ্যে জেজেপি-র সাথে জোট ভেঙে দিতে চাইছে তারা। জেজেপি-কে ছাড়াই সরকার গঠন করতে চাইছেন খাট্টার। তাই তিনি সহ তাঁর পুরো মন্ত্রিসভা ইস্তফা দিয়েছেন। জেজেপি-র মোট ১০ বিধায়কের মধ্যে ৫ জন বিজেপি সরকারকে সমর্থন করবে বলে জানিয়েছেন।

৯০ আসন বিশিষ্ট হরিয়ানায় ম্যাজিক ফিগার ৪৬। এই মুহূর্তে বিজেপির বিধায়ক সংখ্যা ৪১। এছাড়া ৭ জন নির্দল বিধায়ক রয়েছে, যারা মনোহর খট্টরকে সমর্থন করবেন বলে জানিয়েছেন। জেজেপি-র পাঁচ বিধায়ককেরও সমর্থন রয়েছে। রাজ্যে কংগ্রেসের বিধায়ক রয়েছে ৩০ জন। ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল এবং হরিয়ানা লোকহিত পার্টির একটি করে বিধায়ক রয়েছে।

আজ বিকেল ৪ টার সময় রাজ্যপালের বাসভবনে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মনোহর লাল খট্টর। সদ্য ইস্তফা দেওয়া মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী কানওয়ার পাল সাংবাদিকদের সামনে একথা জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ কেন্দ্রীয় বিজেপি নেতারা এই মুহূর্তে হরিয়ানায় রয়েছেন রাজ্যের পরিস্থিতি তদারক করতে।

মনোহর লাল খট্টর এবং জেজেপি প্রধান দুষ্মন্ত চৌটালা
মিডিয়া প্রাইমটাইমে ইলেক্টোরাল বন্ডের আলোচনা যাতে না আসে, তাই তড়িঘড়ি CAA লাগু - কটাক্ষ ইয়েচুরির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in