Goa: আবারও মোহভঙ্গ, বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন টনি ডায়াস

সাংবাদিক সম্মেলনে টনি বলেন, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এই আশায় যে, তারা গোয়াতে পরিবর্তন আনবে। তবে বর্তমানে দলটি “চার্চিল আলেমাওয়ের মতো অপরাধী রাজনীতিবিদদের” দ্বারা পরিপূর্ণ।
টনি ডায়াস
টনি ডায়াসছবি - তৃণমূল কংগ্রেস ট্যুইটার অ্যাকাউন্ট

গোয়ার বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক দিন বাকি। এমন সময় প্রখ্যাত কোঙ্কনি পরিচালক, প্রযোজক টনি ডায়াস তৃণমূল কংগ্রেস (TMC) থেকে পদত্যাগ করেছেন এবং মঙ্গলবার পুনরায় কংগ্রেসে যোগদান করেছেন। তিনি বিরোধী নেতা দিগম্বর কামাত, প্রাক্তন মন্ত্রী ফ্রান্সিসকো (মিকি) পাচেকো এবং দক্ষিণ জেলা সভাপতি জো ডায়াসের উপস্থিতিতে আবার কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন।

সাংবাদিক সম্মেলনে টনি বলেন, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এই আশায় যে, তারা গোয়াতে পরিবর্তন আনবে। তবে বর্তমানে দলটি “চার্চিল আলেমাওয়ের মতো অপরাধী রাজনীতিবিদদের” দ্বারা পরিপূর্ণ। ডায়াস তৃণমূল নেতৃত্বকে একহাত নিয়েছেন। তিনি দাবি করেন যে, আলেমাও যোগদানের অনেক আগে অক্টোবর মাসে তৃণমূল তাকে বেনৌলিম বিধানসভা কেন্দ্রের টিকিট দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।

বিরোধী দলনেতা তথা দিগম্বর কামাত বলেন, গোয়ায় তৃণমূলের কোনও ভিত্তিই নেই। এখন সবাই তাদের দল ছাড়ছে। তিনি আরও বলেন – “তৃণমূলের আকাশকুসুম চিন্তাভাবনা করা উচিত নয়। তারা যদি ভেবে থাকে গোয়ার ভোটাররা তাদের পিছনে দৌড়াবে, কারণ তারা বিনামূল্যে কিছু দেওয়ার কথা ঘোষণা করেছে, তাহলে ভুল করবে।” প্রসঙ্গত, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো তৃণমূলে যোগদানের পরপরই অক্টোবরে তৃণমূলে যোগ দিয়েছিলেন টনি ডায়াস।

উল্লেখ্য, তবে এটাই প্রথম নয়। গত বছর তৃণমূলে যোগ দেওয়া গোয়ার পাঁচ নেতা ২৫ ডিসেম্বর তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছাড়েন। ছিলেন গোয়ার প্রাক্তন বিধায়ক লাভো মামলেদার। তাঁদের অভিযোগ, ধর্মের ভিত্তিতে গোয়াকে ভাঙতে চাইছে তৃণমূল। তৃণমূল ছেড়েছেন সদ্য দলে আসা গোয়ার প্রাক্তন বিধায়ক অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকোও

টনি ডায়াস
Goa: 'বিজেপির চেয়েও বেশি সাম্প্রদায়িক', ৩ মাসের মধ্যেই তৃণমূল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in