Lok Sabha Polls 24: ফের ধাক্কা বিজেপি শিবিরে, দল ছেড়ে কংগ্রেসে যোগ প্রাক্তন সাংসদের

People's Reporter: শুক্রবার দুপুরে জিতেন্দ্রর তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং এআইসিসির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক দীপা দাশমুন্সীর সঙ্গে বৈঠকের পর জল্পনা সৃষ্টি হয়েছিল।
বিজেপি ছেড়ে কংগ্রেসে তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র রেড্ডির
বিজেপি ছেড়ে কংগ্রেসে তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র রেড্ডিরছবি সৌজন্যে জিতেন্দ্র রেড্ডির এক্স হ্যান্ডেল

লোকসভার আগে লাগাতার বিজেপি শিবিরে ধাক্কা দিচ্ছে কংগ্রেস। পরপর নেতারা পদ্ম শিবির ছেড়ে হাত শিবিরে ভিড়ছেন। এবার তেলেঙ্গানায়। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেহবুবনগরের প্রাক্তন সাংসদ জিতেন্দ্র রেড্ডি। শুক্রবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং এআইসিসির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক দীপা দাশমুন্সীর উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করেন সিনিয়র নেতা জিতেন্দ্র। কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে তেলেঙ্গানা সরকারের উপদেষ্টার পদ দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে জিতেন্দ্রর সঙ্গে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং এআইসিসির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক দীপা দাশমুন্সির বৈঠকের পর জল্পনা সৃষ্টি হয়েছিল। এরপরে এদিনই তিনি বিজেপি থেকে পদত্যাগ করেন এবং কংগ্রেসে যোগ দান করেন। যোগদানের পর নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেন জিতেন্দ্র।

শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দলের সদস্যপদ ছাড়ার চিঠি পাঠিয়েছেন জিতেন্দ্র। চিঠিতে তাঁকে মেহবুবনগরের টিকিট না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি। বিজেপি থেকে পদত্যাগের কারণ হিসেবে জিতেন্দ্র "বহিরাগতদের অগ্রাধিকার"-কেই দায়ী করছেন। উল্লেখ্য, মেহবুবনগর থেকে এবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ডিকে অরুণাকে টিকিট দেওয়া হয়েছে।

জিতেন্দ্র তাঁর পদত্যাগ পত্রে লেখেন, "আসন্ন লোকসভা নির্বাচনে, আমাদের দল বহিরাগতদের অগ্রাধিকার দিয়েছে। যারা সম্প্রতি আমাদের দলে যোগ দিয়েছে এবং আমাদের নীতি মেনে চলে না। আমি রাজ্য এবং জাতীয় স্তরে বেশ কয়েকবার আমার সংরক্ষণ এবং আশঙ্কা জানিয়েছি। যাইহোক, আমি গভীরভাবে দুঃখিত, আমি ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করছি।” 

২০২৩ সালে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে বিজেপির খারাপ ফলের কথাও এদিন জিতেন্দ্র তাঁর পদত্যাগ পত্রে উল্লেখ করেন। তিনি লেখেন, "সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দলের অন্তত ২৫ টি আসনে জয়লাভ করা উচিত ছিল। সেখানে আমরা তেলেঙ্গানা বিধানসভার ১১৯ টি আসনের মধ্যে মাত্র ৮ টি আসনে জয়লাভ করেছি।"

উল্লেখ্য, ১৯৯৯ সালে বিজেপির প্রতীকে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মেহবুবনগরের সাংসদ হয়েছিলেন জিতেন্দ্র। রাজ্য ভাগের পরে ২০১৪ সালের লোকসভা ভোটেও এই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। পরবর্তী সময়ে যোগ দিয়েছিলেন কে চন্দ্রশেখর রাওয়ের দল ‘তেলঙ্গানা রাষ্ট্র সমিতি’ বা টিআরএস-এ। কিন্তু পরে আবার বিজেপিতে ফিরে আসেন তিনি।

বিজেপি ছেড়ে কংগ্রেসে তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র রেড্ডির
Electoral Bonds: প্রথম ৩০ সংস্থার ১৪টিতেই কেন্দ্রীয় এজেন্সি হানার পর কোটি কোটি টাকার বন্ড ক্রয়
বিজেপি ছেড়ে কংগ্রেসে তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র রেড্ডির
Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় আদালতে হাজিরা কেজরিওয়ালের, পেয়ে গেলেন জামিনও
বিজেপি ছেড়ে কংগ্রেসে তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র রেড্ডির
Lok Sabha Polls 24: লোকসভার আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ চুরুর সাংসদের
বিজেপি ছেড়ে কংগ্রেসে তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র রেড্ডির
Lok Sabha Polls 24: কৃষক আন্দোলন, অগ্নিবীর নিয়ে মতভেদ - কংগ্রেসে যোগ দিলেন হিসারের বিজেপি সাংসদ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in