Lok Sabha Polls 24: মণিপুরে প্রাক্তন বিধায়ক সহ ৪ বিজেপি নেতার কংগ্রেসে যোগ!

People's Reporter: মণিপুরের রাজধানী ইম্ফলে কংগ্রেস প্রার্থী আঙ্গোমচা বিমল আকোইজামের উপস্থিতিতে তাঁরা যোগ দেন।
Lok Sabha Polls 24: মণিপুরে প্রাক্তন বিধায়ক সহ ৪ বিজেপি নেতার কংগ্রেসে যোগ!
ছবি - সংগৃহীত
Published on

লোকসভা নির্বাচনের আগে মণিপুরে প্রাক্তন বিধায়ক সহ মোট ৪ বিজেপি নেতা যোগ দিলেন কংগ্রেসে। প্রায় সমগ্র উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক নেতারা যেখানে বিজেপিকে সমর্থনের কথা জানাচ্ছেন, সেখানে মণিপুরে বিজেপিতে ফাটল ধরছে।

সোমবার কংগ্রেসে অর্থাৎ নিজের পুরনো দলেই যোগ দেন এলাংবাম চাঁদ সিং। তাঁর সাথে আরও ৩ জন বিজেপি নেতা সাগোলসেম আচৌবা সিং, ওইনাম হেমন্ত সিং এবং থৌদাম দেবদত্ত সিং কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। মণিপুরের রাজধানী ইম্ফলে কংগ্রেস প্রার্থী আঙ্গোমচা বিমল আকোইজামের উপস্থিতিতে তাঁরা দলে যোগ দেন।

সূত্রের খবর, মণিপুর হিংসা নিয়ে বিজেপির ভূমিকায় ক্ষুব্ধ হয়েই দলত্যাগ করলেন ওই ৩ বিজেপি নেতা। এখনও মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এমনকি মণিপুরে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-ও।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ২টির মধ্যে একটি আসন যায় বিজেপির ঝুলিতে এবং অন্যটি যায় নাগা পিপলস ফ্রন্টের কাছে। বিজেপির টিকিটে জিতেছিলেন আর কে রঞ্জন সিং। নাগা পিপলস ফ্রন্টের হয়ে জয়লাভ করেছিলেন লোরহো এস ফোজ। কংগ্রেস খাতাই খুলতে পারেনি।

Lok Sabha Polls 24: মণিপুরে প্রাক্তন বিধায়ক সহ ৪ বিজেপি নেতার কংগ্রেসে যোগ!
Lok Sabha Polls 24: দেখা করেননি অমিত শাহ, কর্ণাটকে নির্দল হয়ে লড়বেন বিক্ষুব্ধ বিজেপি নেতা ঈশ্বরাপ্পা
Lok Sabha Polls 24: মণিপুরে প্রাক্তন বিধায়ক সহ ৪ বিজেপি নেতার কংগ্রেসে যোগ!
Rahul Gandhi: হাতে নগদ মাত্র ৫৫,০০০, নেই কোনও বাড়ি-গাড়ি; রাহুল গান্ধীর মোট সম্পত্তি কত জানেন?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in