Lok Sabha Polls 24: কুরুক্ষেত্রে গণতন্ত্র বাঁচানোর ডাক কৃষকদের! বিপাকে বিজেপি

People's Reporter: কৃষক আন্দোলনের সাথে যুক্ত থাকা এক কৃষক বলেন, 'চীন আমাদের দেশের জমি দখল করে নিচ্ছে তখন সবাই চুপ। কিন্তু কৃষকরা নিজের দেশেই আন্দোলন করতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে'।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকীছবি সংগৃহীত

কুরুক্ষেত্রের বিজেপি প্রার্থী নবীন জিন্দালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন কৃষকদের একাংশ। যা নিয়ে বেশ চিন্তায় রয়েছে গেরুয়া শিবির। কারণ এই ক্ষোভের ফল ভোটবাক্সে পড়লে বিজেপির জন্য আরামদায়ক হবে না।

মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রোড শোতে অংশ নেন বহু কৃষক। যার মধ্যে ছিলেন কৃষক আন্দোলনের সাথে যুক্ত থাকা মহাবীর লাম্বা নামের এক কৃষক। তিনি বলেন, ''গণতন্ত্র বিপদে পড়েছে এবং এই নির্বাচন গণতন্ত্র বাঁচানোর লড়াই। কারণ চীন আমাদের দেশের জমি দখল করে নিচ্ছে তখন সবাই চুপ। কিন্তু কৃষকরা নিজের দেশেই আন্দোলন করতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে'।

আর এক কৃষক বলেন, 'দেশে বর্তমানে একনায়কতন্ত্র চলছে। আগে কারুর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর গ্রেফতার করা হতো। এখন আগে গ্রেফতার করে তারপর মামলা দেওয়া হয়। আবার শুনছি বিজেপি ক্ষমতায় এলে নাকি সংবিধান বদলে ফেলা হবে।'

উল্লেখ্য, বিজেপি বিরোধী ইন্ডিয়া মঞ্চের সমীকরণে হরিয়ানার কুরুক্ষেত্র আসনটি আপকে ছেড়েছে কংগ্রেস। সেই আসনে আপের তরফ থেকে প্রার্থী করা হয়েছে সুশীল গুপ্তাকে। বিজেপি প্রার্থী নবীন জিন্দাল হলেন এই কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস সাংসদ। ২০০৪ এবং ২০০৯ সালে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। কিন্তু ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজু কুমার সাইনির কাছে পরাজিত হন তিনি। পরে বিজেপিতে যোগ দেন। ২০১৯ লোকসভাতে বিজেপির টিকিটে নয়াব সিং সাইনি প্রায় ৪ লক্ষ ব্যবধানে জয়ী হয়েছিলেন। নয়াব সিং সাইনি বর্তমানে হরিয়ানার মুখ্যমন্ত্রী। দু'মাস আগে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ছেন তিনি।

ছবি - প্রতীকী
Mamata Banerjee: 'ইন্ডিয়া' জিতলে বাইরে থেকে সমর্থন দেবে তৃণমূল! জানালেন মমতা ব্যানার্জি
ছবি - প্রতীকী
বারাণসীতে বাতিল মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া কৌতুকশিল্পী শ্যাম রঙ্গিলার মনোনয়ন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in