বারাণসীতে বাতিল মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া কৌতুকশিল্পী শ্যাম রঙ্গিলার মনোনয়ন

People's Reporter: এর আগে তিনি অভিযোগ করেন মনোনয়ন দাখিলে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। শ্যাম রঙ্গিলা জানান, “আমি প্রস্তুত। কিন্তু মনোনয়ন জমা নেওয়ার জন্য কেউ প্রস্তুত নন। আমি কাল আবার চেষ্টা করব।”
শ্যাম রঙ্গিলা
শ্যাম রঙ্গিলা ছবি - সংগৃহীত

বাতিল হয়ে গেল মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলার মনোনয়ন। বুধবার তাঁর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। বারাণসীতে মোদীর বিপক্ষে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন তিনি। এর আগে দুবার তাঁর মনোনয়নপত্র জমা না নেওয়ার অভিযোগ উঠেছিল। এবার মনোনয়ন বাতিলের পর ক্ষোভ উগরে কৌতুক শিল্পী বলেন, “গণতন্ত্রের হত্যা করা হচ্ছে।“

বুধবার নির্বাচন কমিশন ওয়েবসাইটে পোষ্ট করে শ্যাম রঙ্গিলার মনোনয়ন বাতিলের কথা জানায়। এরপরেই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন তিনি। জানান, মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্যই তিনি জমা দেন কমিশনের কাছে। কৌতুকশিল্পীর কথায়, “নির্বাচন কমিশন ভোটপ্রক্রিয়াকে একটা খেলায় পরিণত করেছে।” 

২০১৭ সালে গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের মঞ্চে তিনি মোদীর নিখুঁত অনুকরণ করে খ্যাতি অর্জন করেছিলেন। যদিও বর্তমানে পরিস্থিতি পালটে গেছে বলে মনে করেন তিনি। গত ১ মে নির্দল প্রার্থী হয়ে মোদীর বিরুদ্ধে লড়ার সিদ্ধান্তের কথা জানান শ্যাম রঙ্গিলা। গত ১৪ মে কমিশনে নিজের মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

এর আগে তিনি অভিযোগ করেন মনোনয়ন দাখিলে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। ১১ মে নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে শ্যাম রঙ্গিলা জানান, “আমি প্রস্তুত। কিন্তু মনোনয়ন জমা নেওয়ার জন্য কেউ প্রস্তুত নন। আমি কাল আবার চেষ্টা করব।” 

মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনও তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। কৌতুক শিল্পী অভিযোগ তোলেন, জেলাশাসকের দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। পরবর্তীতে কোনো রকমে নিজের মনোনয়ন জমা দেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবারই বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী ১ জুন বারাণসীতে লোকসভা নির্বাচন। এখনও পর্যন্ত ওই কেন্দ্রে ৩৩ টি মনোনয়ন বাতিল হয়েছে। মোদীর ছাড়াও ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে ছ’জন প্রার্থী। কংগ্রেস ওই কেন্দ্রে প্রার্থী করেছে উত্তরপ্রদেশের প্রদেশ সভাপতি অজয় রাইকে।

শ্যাম রঙ্গিলা
বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়বেন তাঁরই 'অনুরাগী’ কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলা, কেন এই সিদ্ধান্ত?
শ্যাম রঙ্গিলা
Lok Sabha Polls 24: নেই গাড়ি-বাড়ি, কত সম্পত্তির মালিক 'ফকির' প্রধানমন্ত্রী মোদী?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in