Lok Sabha Polls 24: অস্তিত্ব রক্ষার্থে NDA জোটে শামিল হল প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার JD(S)

People's Reporter: তবে জেডি(এস)-এর এই এনডিএ যোগ মোটেও হঠাৎ করে নয়। অনেকদিন ধরেই কর্ণাটকের রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা চলছিল।
কুমারাস্বামীর সঙ্গে সাক্ষাৎ অমিত শাহ এবং জেপি নাড্ডা
কুমারাস্বামীর সঙ্গে সাক্ষাৎ অমিত শাহ এবং জেপি নাড্ডাছবি সৌজন্যে টুইটার

প্রত্যাশা আগে থেকেই ছিল। এবার সেই প্রত্যাশা মতোই লোকসভা নির্বাচনের ঠিক আগে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়ার জনতা দল (সেক্যুলার)। শুক্রবার একথা টুইটারে (বর্তমানে X) পোস্ট করে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নাড্ডা টুইটারে জানিয়েছেন, “আমি খুব খুশি যে, জেডি(এস) ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

শুক্রবার বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) নেতা কুমারাস্বামী। বৈঠকে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। সাক্ষাৎপর্বের ছবি টুইটারে পোস্ট করে নাড্ডা লিখেছেন, “দলের বর্ষীয়ান নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি’র উপস্থিতিতে আজ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) নেতা এইচ.ডি কুমারাস্বামীর সঙ্গে দেখা করলাম। জেডি(এস) যে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স-এর অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি অত্যন্ত খুশি। এনডিএ-তে তাঁদের আন্তরিক অভ্যর্থনা জানাই।”

তবে জেডি(এস)-এর এই এনডিএ যোগ মোটেও হঠাৎ করে নয়। অনেকদিন ধরেই কর্ণাটকের রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা চলছিল। তারপর সম্প্রতি কর্ণাটকের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানান যে আসন্ন লোকসভা নির্বাচনে কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে ৪টি আসন জেডি(এস)-এর সঙ্গে ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। সেই মন্তব্যের পর জেডি(এস)-এর এনডিএ যোগের সম্ভাবনা আরও স্পষ্ট হয়। ইয়েদুরাপ্পা আরও জানান, “বিজেপি এবং এনডিএ জোট গঠন করতে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেডি(এস)কে ৪টি আসন দেওয়ার জন্য সম্মতি দিয়েছেন। সামনের বড় লড়াইয়ের জন্য এই পদক্ষেপ আমাদের আরও শক্তিশালী করবে। সামনের লোকসভা নির্বাচনে এটা কর্ণাটকের ২৫ থেকে ২৬টি আসনে জয় নিশ্চিত করবে।”

কুমারাস্বামীর সঙ্গে সাক্ষাৎ অমিত শাহ এবং জেপি নাড্ডা
Hate Speech: ‘আমি কিছু শুনতে পাইনি!’ লোকসভায় বিধুরির আপত্তিকর মন্তব্যে ‘হাসি’ নিয়ে সাফাই হর্ষবর্ধনের
কুমারাস্বামীর সঙ্গে সাক্ষাৎ অমিত শাহ এবং জেপি নাড্ডা
K'taka: গণেশ পুজোর বিসর্জনে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! হিন্দুত্ববাদী নেতার নামে মামলা পুলিশের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in