Lok Sabha Polls 24: মনোনয়ন না পেয়ে বিষপান? ইরোডের বিদায়ী সাংসদ গণেশমূর্তির মৃত্যু

People's Reporter: জানা গেছে, এবার ওই কেন্দ্র থেকে প্রার্থী দেবে ডিএমকে। গণেশমূর্তির ঘনিষ্ঠ মহলের খবর, সেই কারণেই তিনি অবসাদে ভুগছিলেন। মনে করা হচ্ছে, সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করছেন গণেশমূর্তি।
ইরোডের সাংসদ গণেশমূর্তি
ইরোডের সাংসদ গণেশমূর্তিছবি, সংগৃহীত

প্রয়াত তামিলনাড়ুর ইরোড কেন্দ্রের সাংসদ তথা এমডিএমকে নেতা এ গণেশমূর্তি। বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭। জানা গেছে, কীটনাশক খেয়ে ফেলার ফলে রবিবার থেকেই হাসপাতালে চিকিৎসাধীনে ছিলেন তিনি।

জানা গেছে, গত ২৪ মার্চ, রবিবার ইরোডের পেরিয়ার নগরে নিজের বাসভবনে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন গণেশমূর্তি। পরিবারের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কোয়েম্বাটুরের কোভাই মেডিকেল সেন্টার এবং হাসপাতালে (কেএমসিএইচ) স্থানান্তরিত করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে প্রয়াত হন তিনি।

২০১৯ সালে ডিএমকে-র টিকিটে ইরোড কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। তিনবারের সাংসদ তিনি। তবে এবারের লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হয়নি। জানা গেছে, এবার ওই কেন্দ্র থেকে প্রার্থী দেবে ডিএমকে। গণেশমূর্তির ঘনিষ্ঠ মহলের খবর, সেই কারণে তিনি অবসাদে ভুগছিলেন এবং সেই কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করছেন।

এমডিএমকে সূত্রে খবর, লোকসভার টিকিটের বদলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু তিনি তাতে সন্তুষ্ট ছিলেন না।

গণেশমূর্তির দেহ ময়না তদন্তের জন্য ইরোডের পেরুন্দুরাইয়ের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মরদেহ আজ তাঁর নিজের শহরে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে বলে জানা গেছে। স্থানীয় পুলিশ গণেশমূর্তির আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে।

ইরোডের সাংসদ গণেশমূর্তি
Nirmala Sitharaman: লোকসভা ভোটে লড়ার প্রস্তাব ফেরালেন নির্মলা সীতারমন, কারণ কী?
ইরোডের সাংসদ গণেশমূর্তি
তলবের পরেও কেজরির গ্রেফতারি নিয়ে পূর্ব অবস্থানেই আমেরিকা, কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়েও মন্তব্য
ইরোডের সাংসদ গণেশমূর্তি
Electoral Bonds: নির্বাচনী বন্ড বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি, মন্তব্য নির্মলা সীতারমনের স্বামীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in