INDIA: ইন্ডিয়া মঞ্চের সিদ্ধান্ত বঙ্গে কার্যকরী নয়; লোকসভা ভোটে তৃণমূল-বিজেপির বিরুদ্ধেই লড়বে CPIM

ইয়েচুরি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতিতে ‘ইন্ডিয়া’ ফর্মুলার মূল বিষয়কে গ্রহণ করা সম্ভব নয়। যে কারণে আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে একের বিরুদ্ধে এক প্রার্থী দেবার নীতি কার্যকর হবেনা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিফাইল ছবি সংগৃহীত

ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (INDIA)-এর অংশ হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মঞ্চের অনুমোদিত বিধি কাজ করবে না। একইভাবে কেরালার ক্ষেত্রেও এই সিপিআইএম নিজেদের দলীয় নীতি অনুসারে চলবে। একথা জানিয়েছে সিপিআইএম কেন্দ্রীয় নেতৃত্ব।

দলের অভ্যন্তরীণ সূত্র অনুসারে সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রবিবার সন্ধ্যায় শেষ হওয়া পার্টির তিন দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর এই দুই রাজ্যে ইন্ডিয়া ফর্মুলা বাস্তবায়নের বাস্তব অসুবিধার কথা স্বীকার করেছেন।

সূত্র আরও জানিয়েছে, ইয়েচুরি জানিয়েছেন এই দুই রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতিতে ‘ইন্ডিয়া’ ফর্মুলার মূল বিষয়কে গ্রহণ করা সম্ভব নয়। যে কারণে আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে একের বিরুদ্ধে এক প্রার্থী দেবার নীতি কার্যকর হবেনা।

দলের সাধারণ সম্পাদক বেঙ্গল ব্রিগেডের যুক্তিও স্বীকার করেছেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে জাতীয় রাজনীতির নিরিখে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) বিরুদ্ধে শক্তিশালী বিরোধী মঞ্চের ক্ষেত্রে এক "অবিশ্বস্ত" দল হিসাবে তুলে ধরা হবে। এটাই রাজ্যের ক্ষেত্রে দলের লাইন হতে চলেছে বলে জানা গেছে।

সূত্র অনুসারে পশ্চিমবঙ্গের এক কেন্দ্রীয় কমিটির সদস্য জানিয়েছেন, "রাজ্যে কংগ্রেসকে সাথে নিয়ে তৃণমূল এবং বিজেপি-বিরোধী লড়াই গড়ে তোলার যে প্রস্তাব পশ্চিমবঙ্গ থেকে দেওয়া হয়েছে সেই প্রস্তাবকে সমর্থন করেছে কেন্দ্রীয় কমিটি।"

ওই সূত্র আরও জানিয়েছে, কেরালায় সিপিআইএম “বিজেপি-বিরোধী” এবং “কংগ্রেস-বিরোধী” ফ্রন্ট বজায় রাখার নিজস্ব পন্থা গ্রহণ করবে। কারণ এই রাজ্যে প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ কংগ্রেস এবং সিপিআইএম।

দলের এক কেন্দ্রীয় কমিটির সদস্য জানিয়েছেন, “দলের লাইন খুবই স্পষ্ট। পশ্চিমবঙ্গে স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি যেমন কোনও বিশ্বস্ত বিরোধী নয় একইভাবে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসও কোনও বিশ্বস্ত বিরোধী নয়। কারণ এই দুই দলই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতাকে মদত দেয়। সুতরাং আমাদের দল এই দুই শক্তিকে সমান প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করে লড়াই চালিয়ে যাবে এবং এই পথেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুত করবে।”

(Except for the headline, this story has not been edited by People's Reporter and is translated and published from a syndicated feed.)

প্রতীকী ছবি
CVoter Survey: সংখ্যাগরিষ্ঠের মতে বিজেপি বিরোধী মঞ্চের 'I-N-D-I-A' নামকরণ সঠিক - জানাচ্ছে সমীক্ষা
প্রতীকী ছবি
Rahul Gandhi: "যা খুশি তাই বলতে পারেন মিঃ মোদী, আমরা INDIA" - প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণে রাহুল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in