ইস্তেহারে মুসলিম লিগের ভাবনা, মন্তব্য মোদীর, কমিশনে অভিযোগ কংগ্রেসের
ইস্তেহারে মুসলিম লিগের ভাবনা, মন্তব্য মোদীর, কমিশনে অভিযোগ কংগ্রেসেরছবি প্রতীকী, গ্রাফিক্স - আকাশ নেয়ে

Lok Sabha Polls 24: ইস্তেহারে মুসলিম লিগের ভাবনা! মোদীর মন্তব্যের বিরুদ্ধে কমিশনে অভিযোগ কংগ্রেসের

People's Reporter: কংগ্রেসের মন্তব্য, বিজেপি ৪০০ আসনে জিতবে বলে দাবি করছে। কিন্তু তারা ১৮০-র গণ্ডি পেরোতে পারবে কিনা, সেটা নিয়েই ভয় পাচ্ছে। সেই কারণেই বিজেপিরা হিন্দু-মুসলিম নিয়ে স্ক্রিপ্ট লিখছে।
Published on

কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লিগের ভাবনা! সম্প্রতি নির্বাচনী প্রচারে গিয়ে এই অভিযোগ তুলে কংগ্রেসকে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সেই মন্তব্যের বিরোধধিতা করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল কংগ্রেস।

উল্লেখ্য, শনিবার, উত্তর প্রদেশের সাহারানপুরে একটি নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জনসভাতে কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লিগের ভাবনার অভিযোগ তুলে তোপ দাগেন বিদায়ী প্রধানমন্ত্রী। মোদী সেদিনের জনসভা থেকে বলেন, “ভারতের স্বাধীনতার সময় মুসলিম লিগ যে চিন্তাভাবনা করত, কংগ্রেসের ইস্তেহারে সেই ধরনের ভাবনা প্রতিফলিত হয়েছে।“

প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, “মুসলিম লিগ মার্কা ইস্তেহারের সবকিছুই ইতিমধ্যে দখল করেছে বামপন্থীরা। আজ কংগ্রেসের কাছে আদর্শ বা নীতি কোনও কিছুই অবশিষ্ট নেই। কংগ্রেস যেন সবকিছুই চুক্তিতে দিয়ে দিয়েছে। পুরো দলটিকে আউটসোর্স করতে হচ্ছে।“

সোমবার সকালে ছত্তিশগড়ের বস্তারে একটি সমাবেশে এই দাবির পুনরাবৃত্তি করেন মোদী। এরপর বিজেপি সভাপতি জেপি নাড্ডাও একই মন্তব্য করেন।

এর কয়েক ঘন্টা পরে মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে কংগ্রেস। কংগ্রেসের মন্তব্য, বিজেপি ৪০০ আসনে জিতবে বলে দাবি করছে। কিন্তু তারা ১৮০-র গণ্ডি পেরোতে পারবে কিনা, সেটা নিয়েই ভয় পাচ্ছে। সেই কারণেই বিজেপিরা হিন্দু-মুসলিম নিয়ে স্ক্রিপ্ট লিখছে।

মোদীর মন্তব্যের পাল্টা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে ওদের আদর্শের পূর্বপুরুষরা ব্রিটিশ এবং মুসলিমকে লিগকে সহযোগিতা করেছে। 

ইস্তেহারে মুসলিম লিগের ভাবনা, মন্তব্য মোদীর, কমিশনে অভিযোগ কংগ্রেসের
Anil Vij: এক্সে নামের পাশে 'মোদী কা পরিবার' ট্যাগ লাইন সরালেন অনিল ভিজ! দলবদলের জল্পনা তুঙ্গে
ইস্তেহারে মুসলিম লিগের ভাবনা, মন্তব্য মোদীর, কমিশনে অভিযোগ কংগ্রেসের
Lok Sabha Polls 24: ভোটের মুখে ৩০ জন তৃণমূল নেতা-কর্মীকে তলব সিবিআইয়ের! 'ষড়যন্ত্র', অভিযোগ শাসকদলের
ইস্তেহারে মুসলিম লিগের ভাবনা, মন্তব্য মোদীর, কমিশনে অভিযোগ কংগ্রেসের
পুত্রের পর সপত্নী বিজেপি ছাড়লেন মোদীর প্রাক্তন মন্ত্রী বীরেন্দ্র সিং, মঙ্গলেই কংগ্রেসে যোগদান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in